সংক্ষিপ্ত

চোর বলেই যে শিক্ষা, ভদ্রতাবোধ নেই এমন নয়। তামিলনাড়ুতে এক চোর শিষ্টাচারের আদর্শ উদাহরণ হয়ে উঠেছে। চোরের সৌজন্যবোধ দেখে স্তম্ভিত গৃহকর্তা।

‘আমার বাড়ির একজন অসুস্থ। এই কারণে চুরি করছি। আমাকে ক্ষমা করে দিন। এক মাসের মধ্যে সব ফিরিয়ে দেব।’ এই চিঠি পেয়ে কী করবেন বুঝতে পারছেন না তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত শিক্ষক সেলভিন। তাঁর বাড়ি থেকে ৬০,০০০ টাকা, ১২ গ্রাম সোনার গয়না ও একজোড়া রুপোর নূপুর চুরি হয়েছে। বিপুল আর্থিক ক্ষতি হওয়ায় স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর স্ত্রী। কিন্তু চোর যেভাবে সৌজন্য দেখিয়ে ক্ষমা চেয়েছে, তাতে তার উপর রাগও করতে পারছেন না এই দম্পতি। তাঁদের আশা, প্রতিশ্রুতি রক্ষা করবে চোর। সে এক মাসের মধ্যেই সবকিছু ফিরিয়ে দিয়ে যাবে বলে আশা করছেন সেলভিন। যদিও তদন্ত শুরু করেছে পুলিশ।

ফাঁকা বাড়িতে চুরি

পুলিশকে সেলভিন জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা। তাঁরা ১৭ জুন চেন্নাইয়ে ছেলের কাছে যান। সেলভি নামে এক যুবতীর কাছে বাড়ির চাবি দিয়ে বলে যান, তাঁরা যতদিন থাকবেন না ততদিন যেন ঘর পরিষ্কার করে রাখা হয়। ২৬ জুন সেলভি দেখতে পান, বাড়ির সদর দরজা খোলা। তিনি তখনই সেলভিনকে খবর দেন। বাড়ি ফিরে সেলভিন দেখতে পান, চুরি হয়ে গিয়েছে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তল্লাশি শুরু করার পর চোরের লেখা চিঠি খুঁজে পায়। সেলভিন ও তাঁর স্ত্রী চোরকে ক্ষমা করে দেবেন কি না ভাবছেন। তবে মেগনানাপুরম পুলিশ চুরির মামলা দায়ের করেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কেরলেও একই ধরনের ঘটনা

গত বছর কেরলে এরকমই ঘটনা দেখা গিয়েছিল। ৩ বছরের এক শিশুর সোনার হার চুরি করে এক ব্যক্তি। কিন্তু পরে সে সোনার হার বিক্রি করে পাওয়া টাকা ফেরত দিয়ে যায়। ক্ষমা চেয়ে চিঠিও লিখে রেখে যায় চোর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অনলাইনে থাকার সময় এই ভুলগুলি করলে চরম বিপদ! চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের সব টাকা

দৈনিক প্রায় ৮০ হাজার টাকার টাওয়েল চুরি! লোকসান সামলাতে নাজেহাল রেল

Gurugram: খাবার ডেলিভারি দিতে গিয়ে জুতো চুরি! গুরুগ্রামে চাঞ্চল্য, ভাইরাল ভিডিও