HMPV-র জন্য কি আবারও লকডাউন শুরু হয়ে যাবে? সরকার পক্ষ জানিয়েছে তাদের মতামত
- FB
- TW
- Linkdin
HMPVর প্রাদুর্ভাব
চিনা ভাইরাস HMPV-র প্রাদুর্ভাব বাড়ছে এই দেশেও। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা তিন।
আক্রান্ত ৩ জনই শিশু
ভারতে এখনও পর্যন্ত তিন জন আক্রান্তের খবর সামনে এসেছে। তিনজনই রয়েছে শিশু। দ্রুত বাড়ছে HMPV আক্রান্তের সংখ্যা।
লকডাউনের আশঙ্কা
HMPV-র দ্রুত ছড়াচ্ছে। যার আবারও মনে করিয়ে দিচ্ছে করোনাভাইরাসের ভয়ঙ্কর স্মৃতি। প্রশ্ন উঠছে আবারও জারি করা হবে লকডাউন।
আতঙ্ক বাড়ছে
HMPV ভাইরাসের কারণে আবারও দেশে ফিরে আসছে কোভিড-১৯ ভাইরাসের আতঙ্ক। অনেকেই ভয় পাচ্ছেন। প্রশ্ন তুলছেন ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে লকডাউনের পথেই যাবে দেশ?
ভয়ের কারণ নেই
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও HMPV নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকা জানিয়েছেন এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ এটি কোনও নতুন প্যাথোজেন নয়। ২০০১ সাল থেকেই এটি শনাক্ত করা হয়েছে।
ICMR-এর দাবি
ICMR জানিয়েছে, HMPV ভারত-সহ বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু এতে ভয়ের কোনও কারণ নেই। HMPV অস্বাভাবিকভাবে দেশে বৃদ্ধি পায়নি।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীর বার্তা
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখনই প্যানিক করার কিছু নেই। HMPV নতুন কোনও ভাইরাস নয়। ভারতে এই প্রথম দেখা গিয়েছে।
DGHS-র বার্তা
DGHSর আধিকারিক অতুল গোয়েল বলেছেন, 'চীনে মেটাপনিউমোভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে খবর এসেছে। আমাকে সেই গণনা সম্পর্কে খুব স্পষ্ট করে বলতে দিন। মেটাপনিউমোভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতো যা সাধারণ সর্দির কারণ হয়, এবং খুব বৃদ্ধ এবং খুব অল্প বয়সে এটি ফ্লুর মতো উপসর্গ সৃষ্টি করতে পারে'।
এমস-এর বিশেষজ্ঞদের কথা
এইমস-এর বিশেষজ্ঞরা জনিয়েছেন, HMPV নতুন কোনও ভাইরাস নয়। এটি ভারতে ফ্লুয়ের অংশ। ভারতের অধিকাংশ নাগরিকই এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। গুরুতর রোগের সম্ভাবনা খুবই কম।
ওষুধ
বর্তমানে HMPVর জন্য নির্দিষ্ট কোনও অ্যান্টিভাইরাল বা ওষুধ বা ভ্যাক্সিন নেই। চিকিৎসকের পরামর্শ নিয়ে পদক্ষেপ করতেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায় প্রচুর জল খাওয়া ও হালকা বিশ্রামের প্রয়োজন রয়েছে আক্রান্তদের।