- Home
- India News
- ডিএ বৃদ্ধির আশ্বাস! সমস্ত বকেয়া-সহ DA দেওয়া হবে, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ডিএ বৃদ্ধির আশ্বাস! সমস্ত বকেয়া-সহ DA দেওয়া হবে, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
- FB
- TW
- Linkdin
দীপাবলির সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ঘোষণা করেছে কেন্দ্র। তারপর থেকে ৩ শতাংশ হারে বেড়েছে ডিএ। সব মিলিয়ে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন তারা।
এরপর ফের ফেব্রুয়ারির শেষে বাড়বে ডিএ। এবার ৩ শতাংশ বাড়লে সব মিলিয়ে ৫৬ শতাংশ ডিএ পাবেন তারা।
এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের মন ভার। এখনও ঘোষণা হয়নি তাদের ডিএ। সকলেই ডিএ বৃদ্ধির দিতে তাকিয়ে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী। সমস্ত বকেয়া সহ DA দেওয়া হবে বলে জানান।
এরপর থেকে খুশির হাওয়া এক মহলে আবার অনেকে মনে করছেন এটি ভোটের আগের প্রতিশ্রুতির মতো।
অন্ধ্র প্রদেশের নন গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি কেভি শিবারেড্ডি এবং সাধারণ সম্পাদক চৌধুরী পুরুষোত্তম এই নিয়ে মুখ খোলেন।
তিনি জানান, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির মতো দ্রুত পে রিভিশন কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশের সরকার সত্যিই রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া সহ DA দেয় কি না তা সময় বলবে।
এদিকে আবার পশ্চিমঙ্গে রাজ্য সরকারি কর্মীরাও ডিএ পাচ্ছেন না। এখনও ঘোষণা হয়নি ডিএ।
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে যখন জলঘোলা চলছে তখন অন্ধ্রপ্রদেশের কর্মীরা পেলেন ডিএ বৃদ্ধির আশ্বাস।