- Home
- India News
- লক্ষ্মীর ভাণ্ডারের থেকে এগিয়ে প্রকল্প, উৎসবের মরশুমে মহিলাদের জন্য বরাদ্দ ২ হাজার টাকা
লক্ষ্মীর ভাণ্ডারের থেকে এগিয়ে প্রকল্প, উৎসবের মরশুমে মহিলাদের জন্য বরাদ্দ ২ হাজার টাকা
ওড়িশার পর এবার হরিয়ানা! পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর ভোটের মুখে এমনই একটি প্রকল্প চালুর আশ্বাস দিল হরিয়ানা কংগ্রেস।
| Published : Oct 01 2024, 04:39 PM IST
- FB
- TW
- Linkdin
ওড়িশার পর হরিয়ানা
ওড়িশার পর এবার হরিয়ানা! পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর ভোটের মুখে এমনই একটি প্রকল্প চালুর আশ্বাস দিল হরিয়ানা কংগ্রেস।
২০২১ সালে পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যথেষ্ট জনপ্রিয়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর এই স্কিম চালু করা হয়েছিল। ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তিন বছর ধরে সাফল্য
গত তিন বছর ধরে এই প্রকল্প রাজ্যে চলছে সফলভাবে। মহিলাদের জন্য এই প্রকল্প। সকল স্তরের মহিলারাই উপকৃত হয়।
টাকা বৃদ্ধি
বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পে সাধারণ মহিলাদের মাসিক ১ হাজার ও তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১২০০ টাকা করে দিচ্ছে।
পশ্চিমবঙ্গের পথে হরিয়ানা
পশ্চিমবঙ্গের পদঙ্ক অনুসরণ করে এবার হরিয়ানাতেও কংগ্রেস এজাতীয় একটি প্রকল্পের ঘোষণা করেছে ইস্তেহারে। তবে টাকা অঙ্ক অনেকটাই বেশি।
ইস্তেহারে ঘোষণা
কংগ্রেস ইস্তেহারে বলেছে, বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতলে রাজ্যের মহিলাদের মাসে ২ হাজার করে টাকা দেওয়া হবে। একই সঙ্গে আরও বিপুল সুবিধে দেওয়ার কথাও ঘোষণা করেছে।
আরও ঘোষণা
২৫ লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসা, সুতলজ-যমুনা লিঙ্ক খাল থেকে জল নেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে হাত শিবির।
আগে ওড়িশা
এর আগে ওড়িশায় বিজেপিও মহিলা ভোট পেতে একাধিক ঘোষণা করেছিল। সরকার গঠনের পর সেই পদক্ষেপ পুরাণ করেছে।
কৃষকদের জন্য
কৃষি প্রধান রাজ্য় হরিয়ানা। কংগ্রেস যদি সরকার গঠন করে তাহলে কৃষক কমিশন গঠন করার আশ্বাস দিয়েছে ইস্তেহারে।
জয়ের ব্যাপারে আশাবাদী
হরিয়ানা বিধানসভা ভোটে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কংগ্রেস। দলের তরফ থেকে জানানো হয়েছে, একটি শক্তিশালী ক্রীড়া নীতি নিয়ে আসা হবে।