সংক্ষিপ্ত
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আচমকা শারীরিক অসুস্থতার জেরে ভর্তি করা হল হাসপাতালে। কিনছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এতদিন হোম আইসোলেশনে ছিলেন। তবে আচমকাই স্বাস্থ্যের অবনতির জেরে রবিবার সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসাপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আচমকা শারীরিক অসুস্থতার জেরে ভর্তি করা হল হাসপাতালে। কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এতদিন হোম আইসোলেশনে ছিলেন। তবে আচমকাই স্বাস্থ্যের অবনতির জেরে রবিবার সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসাপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। 'চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন' এদিন কংগ্রেস সভানেত্রীকে হাসপাতালে ভর্তি করানোর খবর জানিয়ে টুইট করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ দিং সুরজেওয়ালা। এদিকে ন্যাশনাল হ্যারল্ড মামলায় আর্থিক তছরূপের অভিযোগে, গত ৮ জুন ইডি কাছে হাজিরা দেওয়ার দিনও কোভিড নেগেটিভ হননি বলেই জানা গিয়েছে। এরপর ফের ইডি-র তরফে জানানো হয়, আগামী ২৩ জুন সোনিয়াকে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।এবার তার আগেই কোভিডের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী।
এদিন সোনিয়া গান্ধীর হাসাপাতালে ভর্তির খবর দিয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ দিং সুরজেওয়ালা লেখেন, 'করোনা সংক্রান্ত সোনিয়া গান্ধীকে আজ ঙ্গারাম হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অব্সথা স্থিতিশীল।চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তার আরোগ্য কামনার জন্য সকল কংগ্রেস ভাইবোনেরদের ধন্যবাদ।' তবে গত বৃহস্পতিবারই সোনিয়া গান্ধীর করোনা আক্রান্তের কথা জানিয়েছিলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ দিং সুরজেওয়ালা। গত ৮ জুন ইডি কাছে হাজিরা দেওয়ার দিনও কোভিড নেগেটিভ হননি বলেই জানা গিয়েছে। সেই কারণে ইডির তলবে সোনিয়ার হাজিরার দিন পিছিয়ে যায়।শুক্রবার ইডি-র তরফে জানানো হয়, আগামী ২৩ জুন সোনিয়াকে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।এবার তার আগেই কোভিডের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী।
প্রসঙ্গত ন্যাশনাল হ্যারল্ড মামলায় আর্থিক তছরূপের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নোটিস পাঠিয়েছিল ইডি।২ জুন রাহুল গান্ধীকে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু বিদেশে থাকার কারণে ইডির কাছে কিছুটা সময় চেয়েছিলেন রাহুল গান্ধী। এদিকে আগামীকাল ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রাহুলের। এদিকে ৮ জুন সোনিয়া গান্ধীর ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও তার কোভিড রিপোর্ট পজিটিভ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। পুনরায় ২৩ জুন তার হাজিরা দেওয়া কথা জানিয়েছে ইডি। তবে এভাবে শারীরিক অসুস্থতা এবং কেন্দ্রীয় বাহিনীর একের পর এক তলবে স্নায়ুচাপের মুখোমুখি হবেন কিনা সোনিয়া গান্ধী, এনিয়ে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গত একুশ থেকে বিশেষ করে দেশের একাধিক তাবড় তাবড় নেতাদের তলব করেছে বিভিন্ন মামলায় ইডি, সিবিআই, এনআইএ। সেই তালিকায় সবচেয়ে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের মামলা। তবে কেন্দ্রীয় বাহিনীর এই তলবকে মোটেই ভাল চোখে দেখছেন না বিরোধীরা।
আরও পড়ুন, 'মমতার মন্তব্য উস্কানিমূলক, কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে', হাওড়া ইস্যুতে বিস্ফোরক সুকান্ত