সংক্ষিপ্ত

  • ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের রেকর্ড গড়ল
  • গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে আক্রান্ত ৫২,১২৩
  • তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে
  • দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৪.৫১ শতাংশ

দেশে দৈনিক করোনা সংক্রমণে ফের রেকর্ড।  এবার দৈনিক আক্রান্ত ৫০ হাজারের গণ্ডিও পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ৫২,১২৩। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২।

 

গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,৯৬৮। তবে এরমধ্যেও কেন্দ্রকে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। বর্তমানে করোনাকে দয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১০ লক্ষ ছাড়়িয়েছে। ফলে সক্রিয় রোগীর সংখ্যা এখন দেশে ৫ লক্ষ ২৮ হাজার ২৪২। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৫৩। ফলে ভারতের সুস্থতার হার পৌঁছেছে ৬৪.৫১ শতাংশ।  দেশে মৃত্যু হার ২.২৩ শতাংশ। যা বিশ্বের মৃত্যু হার ৪ শতাংশের প্রায় অর্দ্ধেক।

আরও পড়ুন: দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে মাস্ক ছাড়া রাস্তায়, যোগী রাজ্যে ছাগলকে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন: দূষিত দেশের তালিকায় বিশ্বে ২ নম্বরে ভারত, কলকাতাবাসীর গড় আয়ু কমছে ৮ বছর

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষের বেশি। আইসিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার নমুনা পরীক্ষার সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪২। ফলে ভারতে এখনও পর্যন্ট মোট করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৮১ লক্ষ ৯০ হাজার ৩৮২।

 

এদিকে অন্ধপ্রদেশের করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। মহারাষ্ট্র ছাড়া দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে অন্ধ্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি। রাজধানী দিল্লিতে  আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৩১০। যা পরিস্থিতি তাতে খুব শীঘ্রই অন্ধ্র দিল্লিকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে আক্রান্তের সংখ্যা এখনও ভারতে এক ও দুই নম্বরে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। পরিস্থিতি সামলাকে মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ান হয়েছে।