11:18 AM (IST) Jan 15
বিনামূল্যে টিকা দেওয়ার আর্জি মায়াবতীর

কেন্দ্রের কাছে  বিনামূল্যে টিকাদেওয়ার আর্জি জানিয়েছেন বিএসপি প্রধান মায়াবতী। তবে স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি। 

11:17 AM (IST) Jan 15
স্তন্যদাত্রী-সন্তান সম্ভবাদের এখনই করোনা টিকা নয়

স্তন্যদাত্রী-সন্তান সম্ভবাদের এখনই করোনা টিকা নয়, জানাল স্বাস্থ মন্ত্রক।

11:05 AM (IST) Jan 15
দেশের কোভিড চিত্র

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ হাজার ৫৯০। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষ। 

10:57 AM (IST) Jan 15
কাল থেকে শুরু টিকাকরণ

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি। প্রথম দিন তিন লক্ষ স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে বলেও জানান হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।  নির্দিষ্টকেন্দ্রে পৌঁছে গেছে টিকা। প্রস্তুতি প্রায় শেষ পর্বের।