সংক্ষিপ্ত

  • এএসআই বাদোল নরেশের শেষ বিদায়
  • তাঁকে আনাহল তাঁর নাগরপুরের বাড়িতে
  • বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে জঙ্গি আক্রমণে শহিদ হন তিনি
  • বাদোল নরেশের মৃত্যুতে ছায়া তাঁর নাগরপুরের বাড়িতে

শহিদ সিআরপিএফের এএসআই বাদোল নরেশ উমরাওকে নিয়ে যাওয়া হল তাঁর নাগরপুরের বাড়িতে। তাঁকে চিরবিদায় জানানোর জন্যই নিয়ে যাওয়া হল তাঁর পরিবারের কাছে। বৃহস্পতিবার জম্মুকাশ্মীরে জঙ্গি আক্রমনের পর খবর এসেছিল একজন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলার ছাদুরা এলাকায় এই আক্রমণ হয়। এর পরে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু তার পরেও শেষ রক্ষা হয়নি। ওই সেনা হাসপাতালেই মৃত্যু হয়। বাদোল নরেশ ছাড়া আর কারও হতাহতের খবর নেই। বৃহস্পতিবার শ্রীনগরে সেনাদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়।    

২৪ ঘন্টার মধ্যে দুবার সেখানে সন্ত্রাস হমলা হয়। আর এই দ্বিতীয়বারের হামলাতেই প্রণ হারান নরেশ উমরাও। সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এই হামলা হয় বলে জানা যাচ্ছে। সেখানে কর্মরত এক সেনা জানিয়েছেন মটরসাইকেলে করে এসেছিল ওই সন্ত্রাস বাহিনীর দল।