রেশন কার্ড থাকলেও আগামী বছর থেকে আর রেশন পাবেননা এই গ্রাহকরা! চটপট জেনে নিন কী করবেন
- FB
- TW
- Linkdin
দেশের দুঃস্থ পরিবারদের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার বহু প্রকল্প চালু করেছে। যার জেরে উপকৃত হচ্ছে কয়েক কোটি জনসাধারণ।
যার মধ্যে অন্যতম অকটি হল বিনামূ্ল্যে রেশন সামগ্রী। দেশের কয়েক কোটি পরিবার নির্ভর করে এই রেশনের সামগ্রীর উপর।
এর পরেও আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম দিকেই রেশন কার্ড থাকলেও এই গ্রাহকদের মিলবে না রেশন। এর ফলে মাথায় হাত পড়তে চলেছে গ্রাহকদের।
যদিও এর জন্য সরকার দায়ী নয়, গ্রাহকরা নিজেদের দোষেই এই রেশন সামগ্রী থেকে বঞ্চিত হবেন। জানেন এর কারণ কী?
সরকার থেকে বহুবার নির্দেশ দিলেও বেশ কিছু সংখ্যক গ্রাহক এখনও কেওয়াইসি-এর কাজ করেননি।
সরকারের তরফ থেকে বহুবার জানানো হয়েছে যে কেওয়াইসি না করলে কার্ড থাকলেও মিলবেনা রেশন। তবুও এখনও যারা এই কাজ করেননি তাদের জন্য সরকার ৩১ ডিসম্বর ২০২৪ পর্যন্ত সময় দিয়েছিল।
তবে যাতে সকল গ্রাহকরা রেশন পান এর কারণে এই সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
এই সময়ের মধ্যে যারা কেওয়াইসি করেননি তারা দ্রুত এই কাজটি সেরে ফেলুন।
নাহলে এরপর থেকে আপনি যে কার্ডের গ্রাহকই হোন না কেন আর রেশন সামগ্রী পাবেন না।
তাই দ্রুত আপনার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন এবং সমস্ত নিয়ম জেনে নিন।