সংক্ষিপ্ত

৪ শতাংশ ডিএ বাড়বে বলে সূত্রের খবর।

দুর্গাপুজোর আগেই আবার সরকারি কর্মীদের জন্য সুখবর। আবার মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকারি। ৪ শতাংশ ডিএ বাড়বে বলে সূত্রের খবর।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের দ্বারা উপকৃত হবেন সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে পৌঁছল।

১ জুলাই থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। দীপাবলির আগে, আসন্ন নভেম্বর মাস থেকেই বেড়ে যাচ্ছে বেতন। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ধিত ডিএ-র টাকা এরিয়ার হিসেবে যুক্ত হবে কর্মীদের বেতনের সঙ্গে।