অপেক্ষা শেষ! নভেম্বরের শেষেই ঢুকবে ৫ মাসের বকেয়া ডিএ-র টাকা! সপ্তাহের মাঝে দারুণ খবর
কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর রাজ্যও (State Government) সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় এবারে নাম লেখালো এই রাজ্য। দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। জানুন আপডেট।
| Published : Nov 07 2024, 01:02 PM IST
- FB
- TW
- Linkdin
কেন্দ্রের দেখানো পথে একের পর এক রাজ্য। গত মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে মোদী সরকার। ৫০ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার।
এদিকে কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর রাজ্যও সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় এবারে নাম লেখাল এই রাজ্য সরকার।
কেন্দ্রের মতো রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। পাশাপাশি সরকারি মদত প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এবার থেকে ওই সমহারেই ডিএ পাবেন।
সরকার তরফে জানানো হয়েছে এই বর্ধিত ডিএ কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ এরিয়ারও পাচ্ছেন সরকারি কর্মীরা।
সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতর জানিয়েছে নভেম্বর মাসের বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মীরা জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া যে মহার্ঘ ভাতা আছে তাও পাবেন।
এই ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে সরকারের বাড়তি ৯ থেকে ১০ কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে।
একদিকে যখন কেন্দ্রের পাশাপাশি একের পর এক রাজ্যও নিজের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন।
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছেন তারা। তবে কোনো সুরাহা হয়নি। আইনি পথেও আটকে রয়েছে সেই লড়াই।
প্রসঙ্গত, বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলা হাইকোর্ট পেরিয়ে বর্তমানে চলছে সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি।
এরপর এই ডিএ মামলার শুনানি রয়েছে একেবারে আগামী বছর শুরুতে। তার আগে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির পথে হাঁটে কিনা সেই দিকেও নজর রয়েছে সকলের। তবে গোয়া সরকারের সিদ্ধান্তে আশায় বুক বাঁধছেন বাংলার সরকারি কর্মীরা।