- Home
- India News
- DA Update for Central Government Employees: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট, রইল বিস্তারিত
DA Update for Central Government Employees: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট, রইল বিস্তারিত
DA Update for Central Government Employees: ডিএ নিয়ে এবার বড় আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।

নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর
মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল (DA Update for Central Government Employees)।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২% হারে ডিএ বৃদ্ধির প্রস্তাবে এবার অনুমোদন দিল মোদী সরকার
যার জেরে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫৫%।
ফলে, সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা
পরিসংখ্যান বলছে, ৪৮.৬৬ লক্ষ কর্মী এবং ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন (DA update for central govt employees)।
জানা গেছে, ১ জানুয়ারি, ২০২৫ থেকে এই হিসেব কার্যকরী হবে
তবে এবারের বৃদ্ধির হার গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।
উল্লেখ্য, করোনার সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হয়েছিল
তবে ২০২১ সাল থেকে ফের ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
এর আগে গত ২০২৪ সালের জুলাই মাসে ৩% ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র
ফলে, ৫০ থেকে তা বেড়ে হয়েছিল ৫৩% (latest DA update for central government employees)।
আর এবার তা আরও বেড়ে দাঁড়াল ২%
গত কয়েকবছর ধরে মহার্ঘভাতা বা DA ৩-৪% বৃদ্ধি পেয়েছে।
কিন্তু সাড়ে ৬ বছরে প্রথমবার ডিএ মাত্র ২% বৃদ্ধি পেয়েছে
কেন এবার বৃদ্ধির হার এত কম?
এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার
জানা গেছে, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেমোদী সরকার।
তবে একটি বিষয় নিশ্চিত যে, ডিএ বাড়ছে
যা নিঃসন্দেহে বিরাট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য (D for central government employees)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

