News Round-up: সারাদিনের সেরা খবর, পুরো দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত জন-গণ-মন নিয়ে ফের বিতর্ক তৈরি হল। কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি দাবি করেছেন, ব্রিটিশদের স্বাগত জানানোর জন্যই জন-গণ-মন রচনা করা হয়েছিল। তাঁর আরও দাবি, জন-গণ-মন নয়, বন্দেমাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া উচিত। বিজেপি সাংসদের এই মন্তব্যে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি-কে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'ব্রিটিশদের স্বাগত জানাতে রচনা করা হয়েছিল জন-গণ-মন,' দাবি বিজেপি সাংসদের
২. এখন থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি। ২০২৩ সালে এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়। যদিও রানের কথা বদল করা নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সব স্কুলেই এই গান গাইতে হবে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সরকারি স্কুলে প্রার্থনায় গাইতে হবে এই গানটি, স্কুলে স্কুলে কড়া নির্দেশ জারি মধ্যশিক্ষা পর্ষদের
৩. বিহারে প্রথম দফার ভোটগ্রহণের দিনই আক্রান্ত লখিসাইয়ের বিজেপি প্রার্থী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। আরজেডি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিহারের উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চটি, জুতো ছুড়ে মারা হয় বলেও অভিযোগ। যদিও এই গোলমালের মধ্যেই তিনি ভোট দেন।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- BREAKING NEWS: ভোট পর্বেই হেনস্থা বিহারের উপমুখ্যমন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারধর RJD সমর্থকদের বিরুদ্ধে
৪. ১,০০০ কোটি টাকার বেআইনি বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। যুবরাজ সিং, রবিন উথাপ্পা, সোনু সুদ, ঊর্বশী রাউতেলা, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরার বিরুদ্ধেও তদন্ত চালানো হচ্ছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ১,০০০ কোটি টাকার বেটিং মামলা: সুরেশ রায়না, শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র
৫. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ৪৮ রানে জয় পেয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। এই সিরিজে আর একটি ম্যাচ বাকি। ফলে ভারতীয় দল সিরিজে হারছে না। শেষ ম্যাচে না হারলেই সিরিজ জয় করবেন সূর্যকুমার যাদবরা। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে ভালো ব্যাটিং করলেন শুবমান গিল। বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ওয়াশিংটন সুন্দর।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া, টি-২০ সিরিজে এগিয়ে গেল ভারত
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


