উলটপুরাণ! ১% মহার্ঘ ভাতা কমে গেল এই কর্মীদের, রেহাই অবসরপ্রাপ্তদের
DA reduced: এতদিন এই সংস্থার কর্মীরা ২১.২ শতাংশ ডিএ পাচ্ছিলেন। এবার তা কমে যাবে। তবে রেহই পেয়েছেন অবসরপ্রপ্তরা।

ডিএ কমল
সাধারণত সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়। কিন্তু এবার এই কর্মীদের ডিএ কমে গেল।
সাধারণত ডিএ বাড়ে
সাধারণ সরকারি কর্মীদের ডিএ বা মহর্ঘ ভাত বাড়ে। এই এই কর্মীদের ক্ষেত্রে হল উল্টো।
এতদিন ডিএ ছিল
এতদিন এই সংস্থার কর্মীরা ২১.২ শতাংশ ডিএ পাচ্ছিলেন। এবার তা কমে যাবে।
১ শতাংশের বেশি কমল
এই কর্মীদের ডিএ ১.২৩ শতাংশ কমল
বর্তমানে ডিএ
বর্তমানে এই কর্মীরা ১৯.৯৭ শতাংশ ডিএ পাবেন
কার্যকর
কমে যাওয়া ডিএ কার্যকর হবে চলতি মাস থেকেই, অর্থাৎ মে মাস থেকে।
বাদ অবসরপ্রাপ্তরা
তবে ব্যাঙ্ক কর্মচারীরাদের ডিএ কমলেও অবসরপ্রাপ্তদের ডিএ একই থাকবে। তাদের ডিএতে ছাঁটাইহয়নি।
ব্যাঙ্ক কর্মীদের ভাতা
ব্যাঙ্ক কর্মীদের ভাতা সাধরণত তিন মাস অন্তর পরিবর্তন করা হয়। কখনও বাড়ে। কখনও আবার কমে।
ডিএ নির্ভর
ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউইমার প্রাইস ইনডেক্সের উপর গড় করেই ডিএ নির্ধারিত হয়েছে।
জানুয়ারি থেকে মার্চ
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউইমার প্রাইস ইনডেক্সের উপর গড় করেই ডিএ নির্ধারিত হয়েছে। সেই হিসেবে এবার মহার্ঘ ভাতা কমল এই সরকারি কর্মচারীদের।
কোন ক্ষেত্রে ডিএ কমল
ব্যঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা কমল । সমস্ত সরকারি ব্যাঙ্কেই এই নিয়ম কার্যকর হবে
মূল্যবৃদ্ধির সূচক কমল
মূল্যবৃদ্ধির সূচকের উপর নির্ভর করে প্রতি তিনমাস অন্তর মহার্ঘ ভাতা বাড়ে বা কমে। সেই কারণেই এবার কমল।

