Delhi Blast News: গোয়েন্দারা দফায় দফায় বৈঠক করছেন, দুর্বার গতিতে এগিয়ে চলেছে তদন্ত প্রক্রিয়া। এনএসজি, এনআইএ সহ একাধিক এজেন্সির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 

Delhi Blast News: ভারতের রাজধানী দিল্লীতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ (delhi blast red fort)। কেঁপে উঠল দেশের রাজধানী। সোমবার ব্যস্ততম সময়। ঠিক সন্ধ্যা ৬.৫২ মিনিটে কেঁপে উঠল চাঁদনি মার্কেট (red fort explosion)।

কড়া প্রতিক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রকের

এই ঘটনায় এখনও অবধি ১২ জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরেই, রীতিমতো নড়েচড়ে বসেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দারা দফায় দফায় বৈঠক করছেন, দুর্বার গতিতে এগিয়ে চলেছে তদন্ত প্রক্রিয়া। 

Scroll to load tweet…

এনএসজি, এনআইএ সহ একাধিক এজেন্সির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, দিল্লী বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত বা এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের কাউকে রেয়াত করা হবে না।

প্রসঙ্গত, মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর কর্তা তপন ডেকা, দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং এনআইএ-র তরফে ডিজি সদানন্দ বসন্ত। ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান নলিন প্রভাতও। 

সেই বৈঠকের কয়েক ঘণ্টা পর, আবারও একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় অমিত শাহ। অন্যদিকে, হরিয়ানার ফরিদাবাদ থেকে সোমবার দিনই ৩৬০ কেজি আরডিএক্স তৈরির মশলা তথা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। 

Scroll to load tweet…

জোরালো তদন্ত শুরু

পরে জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এত বিস্ফোরক মজুত করা হচ্ছিল কেন? সেই প্রশ্ন উঠছে। 

আর ঠিক সোমবার সন্ধ্যাতেই দিল্লীর লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ হয়। স্বাভাবিকভাবেই, এই দুই ঘটনার মধ্যে কোনওরকম যোগসূত্র আছে কিনা, তা সরোজমিনে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Scroll to load tweet…

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সেন্ট্রাল এজেন্সি। সন্দেহভাজনদের ধরপাকড় শুরু হয়েছে জোরকদমে। দেশের মধ্যে বসে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র কারা করেছিলেন? বাইরের কোথাও থেকে কি সাপোর্ট এসেছিল। সবকিছু আতশকাচের তলায়। 

জানা যাচ্ছে, যে গাড়িতে বিস্ফোরণ হয়, সেই গাড়ির চালক উমর মহম্মদের মায়ের ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে দ্রুত। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।