সংক্ষিপ্ত
সারা দেশেই পুলিশকর্মীদেরই ঘুষ নিতে দেখা যায়। রাজধানী দিল্লিও এর ব্যতিক্রম নয়। পুলিশকর্মীদের ঘুষ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর নড়েচড়ে বসেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘুষ নেওয়া পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাস্তায় ঘুষ নেওয়ার পর নিজেদের মধ্যে টাকার ভাগ-বাঁটোয়ারা করছিলেন তিন পুলিশকর্মী। এই দৃশ্য ধরা পড়ে গেল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল পুলিশের উপর মহল। সংশ্লিষ্ট পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তাতে অস্বস্তি এড়াতে পারছে না দিল্লি পুলিশ। অনেকেই বলছেন, এমন নয় যে এই প্রথমবার দিল্লির কোনও পুলিশকর্মী ঘুষ নিলেন। অতীতে বহুবার পুলিশকর্মীরা ঘুষ নিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ছবি বা ভিডিও ছড়িয়ে পড়েনি বলে এভাবে প্রতিবাদ হয়নি। এবার এই ঘটনা প্রকাশ্যে এসে গিয়েছে বলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হল দিল্লি পুলিশ।
গাজিপুর চেকপোস্টে ঘুষ
শনিবার থ্রিল লরি সার্কেলের গাজিপুর চেকপোস্টে এই ঘুষ নেওয়ার ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, চেকপোস্টের ভিতরে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এক পুলিশকর্মী। কিছুক্ষণ কথাবার্তা চলার পর দেখা যায়, টেবলের দিকে আঙুল নির্দেশ করছেন ওই পুলিশকর্মী। সেখানে নোট রেখে দিয়ে চলে যান ওই ব্যক্তি। এরপর সেখানে বসে নোট গুনতে শুরু করেন তিন পুলিশকর্মী। টাকার ভাগ পাওয়ার পর তাঁদের মুখে হাসি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকেই পুলিশকর্মীদের নিন্দা করছেন। আইনের রক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার ভিডিও প্রকাশ্যে আসা পুলিশের ভাবমূর্তির পক্ষে একেবারেই ভালো নয়। এই কারণেই দ্রুত ব্যবস্থা নিল পুলিশ।
ঘুষকাণ্ডের নিন্দায় দিল্লির উপরাজ্যপাল
দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা এই ঘুষকাণ্ডের নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে প্রাথমিক তদন্তের পর দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও এক হেড কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
এবার কি জেলে যাবেন ডোনাল্ড ট্রাম্প? তারকাকে ঘুষ-সহ ৩৪ অভিযোগে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেসিডেন্ট
'রাজনীতিবিদরা ঘুষ নেবেন না!' ভোট বাজার গরম করছে শাহরুখ খানের পুরনো মন্তব্য