India's GDP Growth: ভারতের জিডিপি বৃদ্ধির হার কেমন থাকবে, সে বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। তবে শুক্রবার জানা গেল, ভারতের জিডিপি বৃদ্ধির হার নিয়ে আশঙ্কার কোনও কারণই নেই। বরং আশান্বিত হয়ে ওঠার মতো যথেষ্ট কারণ আছে।

DID YOU
KNOW
?
ভারতের জিডিপি বৃদ্ধি
ভারতের আর্থিক বৃদ্ধি, জিডিপি নিয়ে অনেক অর্থনীতিবিদই নেতিবাচক মন্তব্য করেছিলেন। তবে ভারতের জিডিপি বৃদ্ধি হয়েছে।

India's 8.2% Q2 GDP: ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশে পৌঁছে গিয়েছে। গত ছয় ত্রৈমাসিকের মধ্যে এবারই জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার নতুন গতি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ভারতীয় পণ্যগুলির উপর শুল্ক (US tariffs) জারি করার পর ভারতীয় অর্থনীতির উপর কী প্রভাব পড়বে, তা নিয়ে আলোচনা চলছিল। তবে দেখা গেল, ভারতীয় অর্থনীতিতে মার্কিন শুল্কের কোনও নেতিবাচক প্রভাবই পড়েনি। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। ঠিক এক বছর পর তা অনেকটাই বেশি। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি তার চেয়েও বেশি।

ভারতীয় অর্থনীতির উন্নতি

জাতীয় পরিসংখ্যান দফতরের (National Statistics Office) পক্ষ থেকে ভারতের জিডিপি বৃদ্ধির কথা জানানো হয়েছে। ভারতের আর্থিক বৃদ্ধির কারণ হিসেবে জানানো হয়েছে, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা ক্ষেত্রে উন্নতি। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের জিডিপি-র পরিমাণ ৪৮.৬৩ লক্ষ কোটি টাকা। ঠিক এক বছর আগে ভারতের জিডিপি ছিল ৪৪.৯৪ লক্ষ কোটি টাকা। এক বছরে জিডিপি বেড়েছে প্রায় ৪ লক্ষ কোটি টাকা। এ হল আসল জিডিপি-র হিসেব। নমিন্যাল জিডিপি ৮.৭ শতাংশ বেড়ে হয়েছে ৮৫.২৫ লক্ষ কোটি টাকা।

জিডিপি বৃদ্ধিতে খুশি প্রধানমন্ত্রী

ভারতের জিডিপি বৃদ্ধিতে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৮.২ শতাংশে পৌঁছে যাওয়া অত্যন্ত উৎসাহজনক। জিডিপি বৃদ্ধি আমাদের বৃদ্ধি-সহায়ক নীতি ও সংস্কারের প্রতিফলন। আমাদের দেশবাসীর কঠোর পরিশ্রম ও উদ্যমের প্রতিফলন। আমাদের সরকার সংস্কার চালিয়ে যাবে এবং সব নাগরিকের জীবনযাপন সহজ করে তোলার চেষ্টা চালিয়ে যাবে।’

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।