কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেধেছিল। এই সংঘাতে চিনের ভূমিকা এবং তাদের প্রযুক্তিগত সহায়তা নিয়ে তথ্য প্রকাশ পেয়েছে।

Chinese Military Satellite Aid Pakistan? : কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। সেই হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। এই ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর ভারত পাকিস্তানের উপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। সিন্ধু নদী জল চুক্তি, ভারতে বসবাসকারী পাকিস্তানিদের বহিষ্কার, পাকিস্তানি বিমানের ভারতীয় আকাশসীমায় উড়তে নিষেধাজ্ঞা - এরকম একাধিক পদক্ষেপ নেয় ভারত সরকার। এরপর কেউ আশা না করলেও রাতের অন্ধকারে সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'।

ভারত-পাকিস্তান সংঘাত

এরপর ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। এরপর হঠাৎ দুই পক্ষই সংঘর্ষ বন্ধ করার ঘোষণা দেয়। এর মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় যুদ্ধবিমান আক্রমণ করে বলে জানা যায়। এতে ভারতের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয় বলেও খবর বের হয়।

এরই মধ্যে ভারতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। হাজার হাজার ড্রোন ব্যবহার করা হয় এই হামলায়। ভারতে আঘাত হানা ড্রোনগুলো তুরস্ক থেকে কেনা বলে জানা যায়। এছাড়াও চিন দেওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভারতের হামলা প্রতিহত করে পাকিস্তান বলেও দাবি করা হয়। চিনের তৈরি অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান। এর মধ্যে চিনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র PL-15E ও ছিল।

পাকিস্তানকে সাহায্য করেছে চিনা উপগ্রহ

 এই পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীকে আক্রমণ করতে পাকিস্তানকে চিনের সামরিক উপগ্রহ সাহায্য করেছে বলে খবর ফাঁস হয়েছে। ভারতীয় সেনা ও অস্ত্র কোথায় আছে, যুদ্ধবিমান কোন হ্যাঙ্গারে আছে - এই সব তথ্য জানতে চিন তাদের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানকে দিয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন। আর চিনের এই সব তথ্য পাকিস্তানকে ভারতের ওপর হামলা করতে যে যথেষ্ট সাহায্য করেছে, তা বলাই বাহুল্য।