সংক্ষিপ্ত

দিল্লিতে দূষণের সমস্যা নতুন কিছু নয়। এবারও দুর্গাপুজোর পর দূষণের চাদরে ঢাকা পড়েছে দেশের রাজধানী শহর। এরই মধ্যে দীপাবলিতে আতসবাজি নিয়ে পরস্পর-বিরোধী মত শোনা যাচ্ছে।

দিল্লিতে ভয়ঙ্কর বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে দীপাবলিতে আতসবাজির বদলে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এই আহ্বানের বিরোধিতা করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনেছেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। ফলে দীপাবলিতে দেশের রাজধানীতে আতসবাজি জ্বালানো নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। দিল্লি সরকার ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের আতসবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এই নিষেধাজ্ঞা মানতে নারাজ বিজেপি। দিল্লির বায়ুদূষণের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব আতসবাজি পোড়ানোর ডাক দিয়েছেন রাজ্য বিজেপি প্রধান। আতসবাজি পোড়ানো নিয়ে দিল্লিতে এখন রাজনৈতিক বিতর্ক চলছে। বৃহস্পতিবার আতসবাজি পোড়ানো নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে। সম্মুখ সমরে অবতীর্ণ হতে পারে বিজেপি ও আম আদমি পার্টি।

দূষণের বিরুদ্ধে বার্তা কেজরিওয়ালের

সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেছেন, 'দীপাবলি আলোর উৎসব, আতসবাজির নয়। সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্ট বলেছে, উৎসবের সময় দিল্লিতে বায়ুদূষণের কারণে আমাদের প্রদীপ জ্বালানো উচিত। আতসবাজি পোড়ানো উচিত নয়। এটা এমন নয় যে আমরা কাউকে দয়া করছি। দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশুদের। এর মধ্যে হিন্দু-মুসলমানের ব্যাপার নেই। সবার জীবনেরই গুরুত্ব আছে।'

কেজরিওয়ালের সমালোচনায় বিজেপি

কেজরিওয়ালকে তোপ দেগে দিল্লির বিজেপি প্রধান বলেছেন, ‘দিল্লির মানুষের আবেগ নিয়ে খেলা করছেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি যদি দিল্লিতে সরকার গঠন করে, আমরা দূষণ রোধ করার উদ্যোগ নেব এবং অবশ্যই আতসবাজির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেব। গত ১০ বছরে দূষণ কমানোর উপর জোর দেওয়া উচিত ছিল আম আদমি পার্টি সরকারের। দীপাবলির সময় নিষেধাজ্ঞা জারি করার মাধ্যমে উৎসব মাটি করে সমস্যা মিটবে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Diwali pollution: দীপাবলির দূষণ ক্ষতি করতে পারবে না আপনার, রইল সহজ ৮টি টিপস

কৃত্রিম বৃষ্টি কমাবে দিল্লির দূষণ, এটি বানাতে কত খরচ হয়, বানানোই বা হয় কীভাবে? জেনে নিন আশ্চর্য কিছু তথ্য

শুধু দিল্লি-এনসিআর নয়, দূষণ ছড়িয়েছে পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত! স্যাটেলাইট ছবি প্রকাশ করল নাসা