- Home
- India News
- সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত সফটওয়্যার! এয়ার বাসের সতর্কবার্তায় ভারতে স্থগিত বিমান পরিষেবা
সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত সফটওয়্যার! এয়ার বাসের সতর্কবার্তায় ভারতে স্থগিত বিমান পরিষেবা
A320-family Jets Hits: সৌরবিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যাত্রীবাহী বিমানের সফটওয়্যার। যারফলে বিশ্বজুড়ে বিঘ্নিত হতে পারে বিমান পরিষেবা। সতর্কবার্তা ভারতেও। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ভারতে বিঘ্নিত বিমান পরিষেবা
বছর শেষের মুখে সারা বিশ্ব সহ ভারতে বিঘ্ন ঘটতে পারে বিমান পরিষেবায়। কারণ, সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যাত্রীবাহী বিমান পরিষেবা। সূত্রের খবর, এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে ভারত সহ গোটা বিশ্বের ৩০০-র ওপরে বিমান পরিষেবায় সতর্কবার্তা জারি করেছে ইউরোপের বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস। যার প্রভাব ভারতেও পড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে অসুবিধার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো প্রভৃতি বিমান সংস্থাগুলো।
কী কারণে এই সমস্যা?
সূত্রের খবর, সৌর বিকিরণের জেরে প্রভাবিত হতে পারে এয়ারবাস এ৩২০র সফটওয়্যার। যারফলে এই প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য অবিলম্বে বিমানগুলির সফটওয়্যার আপডেট করতে হবে। এর পাশাপাশি, হার্ডওয়্যারের পুনর্বিন্যাস প্রয়োজন বলেও জানানো হয়েছে। এই কারণেই বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার বিমানের জন্য সতর্কতা জারি করেছে এয়ারবাস কর্তৃপক্ষ।
ভারতের কোন কোন বিমান পরিষেবায় প্রভাব পড়বে?
সূত্রের খবর, ভারতে অন্তত ৩০০টি বিমান পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থায় এর প্রভাব পড়বে। আর এই কারণে দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। কারণ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ অন্যান্য সংস্থার ৫০০ থেকে ৬০০টি বিমান ভারতে যাতায়াত করে। এরমধ্যে বেশিরভাগ এ৩২০ বিমান চলাচল করে।
#UPDATE
At Air India, safety is top priority. Following EASA and Airbus directives for a mandatory software and hardware realignment on A320 family aircraft worldwide, our engineers have been working round-the-clock to complete the task at the earliest. We have already completed…— Air India (@airindia) November 29, 2025
কতগুলি বিমানের সফটওয়্যার আপডেটের প্রয়োজন?
সূত্রের খবর, ভারতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ অন্তত ২৫০ থেকে ৩০০টি বিমানের সফটওয়্যার আপডেটের প্রয়োজন। এই কথা জানিয়ে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে এয়ারবাস।
#WATCH | Delhi: Several airlines, including IndiGo and Air India, will face disrupted operations as Airbus' analysis of a recent event involving an A320 Family aircraft has revealed that intense solar radiation may corrupt data critical to the functioning of flight controls.… pic.twitter.com/UFOLklFGyJ
— ANI (@ANI) November 29, 2025
Safety comes first. Always. 💙✈
Airbus has issued a technical advisory for the global A320 fleet. We are proactively completing the mandated updates on our aircraft with full diligence and care, in line with all safety protocols. While we work through these precautionary…— IndiGo (@IndiGo6E) November 28, 2025
কী বলছে বিমান পরিবহন সংস্থাগুলি?
এই বিষয়ে বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে যে- বিশ্বজুড়ে বিমান পরিষেবার সফটওয়্যার এ-৩২০ আপডেটের জন্য সতর্কবার্তা জারি করেছে এয়ারবাস। এই কারণে বেশকিছু বিমান পরিষেবা ব্যাহত হতে পারে।
Please visit https://t.co/SqGk3gEKqm to check your flight status, or #ChatWithTia on WhatsApp at +91 65600 12345. pic.twitter.com/5SNXKwZjES
— Air India Express (@AirIndiaX) November 28, 2025

