সরকারি কর্মীদের যারা অগ্রীম অবসর নিতে ইচ্ছুক, তাঁদের জন্য আসছে নয়া এই প্রকল্প
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অবসর প্রকল্প কি সরকার আনতে চলেছে? এই প্রশ্ন তুলেছিলেন তেজবীর সিং। এর জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, এমন কোনও প্রকল্প বিবেচনাধীন নেই।
অবসর নিতে ইচ্ছুক কর্মীদের জন্য অবসরের বয়স বাড়ানোর কোনও পরিকল্পনা সরকার করেছে কিনা, এবং এই ধরনের প্রকল্পের শর্তাবলী সম্পর্কে মন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর কোনও প্রকল্প বা প্রস্তাব নেই বলে জোর দিয়েছেন জিতেন্দ্র সিং।
অবসরের বয়সে নমনীয়তা সম্পর্কে প্রশ্নের জবাবে, অবসরের বয়সে নমনীয়তা প্রদানের বিষয়ে কোনও নতুন নীতি নেই বলে জানিয়েছেন। তবে, কিছু শর্ত পূরণকারী কর্মীদের অবসর নেওয়ার সুযোগ আগে থেকেই আছে বলেও ব্যাখ্যা করেছেন মন্ত্রী।
"নির্ধারিত মানদণ্ড পূরণকারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) বিধি, ২০২১, সর্বভারতীয় পরিষেবা (মৃত্যু এবং পেনশন সুবিধা) বিধি, ১৯৫৮, ইত্যাদির অধীনে অবসর নেওয়ার সুযোগ পেতে পারেন" বলে মন্ত্রী জিতেন্দ্র সিং তার জবাবে জানিয়েছেন।
অবসর নেওয়ার উপায় আগে থেকেই থাকলেও, অবসরের বয়স সম্পর্কিত কোনও বড় ধরনের পরিবর্তন সরকারের বিবেচনায় নেই বলে মন্ত্রীর জবাব নিশ্চিত করেছে।