সংক্ষিপ্ত
শুক্রবার ইকনমিক সার্ভে রিপোর্ট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপর শনিবার তিনি ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন।
শুক্রবার ইকনমিক সার্ভে রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি মূলত গত অর্থবর্ষে দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন। গত অর্থবর্ষে আমাদের দেশের অর্থনীতির অবস্থা কেমন, তা এই রিপোর্টের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। ইকনমিক সার্ভে গত অর্থবর্ষের হিসেব-নিকেশ এবং আগামী অর্থবর্ষের জন্য পরামর্শ, বাধা এবং সমাধানের কথাও বলা হয়। রীতি অনুযায়ী, কেন্দ্রীয় বাজেট পেশ করার আগের দিন ইকনমিক সার্ভে রিপোর্ট পেশ করা হয়। যদিও ১৯৬৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই পেশ করা হত ইকনমিক সার্ভে রিপোর্ট। তারপর থেকে রীতি বদলে গিয়েছে। ইকনমিক সার্ভে আমাদের দেশের অর্থনীতির দিকনির্দেশ করে। যা থেকে জানা যায় দেশের অর্থনীতি কেমন চলছে এবং আর্থিক উন্নতির জন্য ভবিষ্যতে কী করা দরকার।
কোন বিভাগ ইকনমিক সার্ভে রিপোর্ট তৈরি করে?
অর্থ মন্ত্রকের অধীনে একটি বিভাগ আছে, যার নাম অর্থনৈতিক বিষয়ক দফতর। এই বিভাগের অধীনে থাকা অর্থনৈতিক বিভাগের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অর্থাৎ CEA-এর তত্ত্বাবধানে ইকনমিক সার্ভে রিপোর্ট তৈরি করা হয়। বর্তমানে ভি অনন্ত নাগেশ্বরণ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।
প্রথম ইকনমিক সার্ভে রিপোর্ট কবে পেশ করা হয়?
প্রথম ইকনমিক সার্ভে রিপোর্ট পেশ করা হয়েছিল ১৯৫০-১৯৫১ অর্থবর্ষে। ২০১৪-১৫ সালের আগে ইকনমিক সার্ভে রিপোর্ট এক খণ্ডে পেশ করা হত। কিন্তু তারপর থেকে এটি দুই খণ্ডে পেশ করা শুরু হয়। প্রথম খণ্ডে আর্থিক বাধা সংক্রান্ত বিষয়গুলির উপর জোর দেওয়া হয়। দ্বিতীয় খণ্ডে অর্থনীতির সকল বড় ক্ষেত্রের পর্যালোচনা থাকে।
ইকনমিক সার্ভে রিপোর্ট কেন এত গুরুত্বপূর্ণ?
যেহেতু ইকনমিক সার্ভে রিপোর্টে দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়, তাই এটি অত্যন্ত জরুরি। এতে গত অর্থবর্ষের কাজ, কৃষি ও শিল্প ক্ষেত্রে উৎপাদন, কর্মসংস্থান, GDP, মুদ্রার সরবরাহ, দাম, আমদানি-রপ্তানি, বৈদেশিক মুদ্রা ভাণ্ডার, বাজেট ঘাটতি এবং মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলির হিসেব-নিকেশ এবং এর সঙ্গে সম্পর্কিত পরামর্শ থাকে। এ থেকেই জানা যায় যে অর্থনৈতিক দিক থেকে দেশ কোথায় লাভ এবং কোথায় ক্ষতি করেছে।
কীভাবে দেখা যাবে ইকনমিক সার্ভে রিপোর্ট?
আর্থিক জরিপ দেখার জন্য সংসদ টিভি এবং PIB ইন্ডিয়া চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। এছাড়া অর্থ মন্ত্রকের অফিসিয়াল ফেসবুক পেজেও এটি দেখা যাবে। লাইভ আপডেটের জন্য অর্থ মন্ত্রকের অফিসিয়াল X (টুইটার) হ্যান্ডেলে নজর রাখুন। বাজেট ও ইকনমিক সার্ভে রিপোর্ট সংক্রান্ত সব খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলার ওয়েবসাইট, অ্যাপ, X হ্যান্ডল, ফেসবুক পেজ, ইউটিউব পেজে নজর রাখুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
লক্ষ্য বিধানসভা ভোট! বাজেট অধিবেশনের প্রথম দিনই পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মমতা
২০২৫ সালের বাজেট অধিবেশন: পেশ হতে চলেছে ১৬টি বিল, উঠতে পারে বিতর্কের ঝড়
বাজেট ২০২৫: ১০ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত? বড় ঘোষণা হতে চলেছে বাজেটে