সংক্ষিপ্ত

সূত্রের খবর বিহারের বৈশালী জেলার মেহনার গ্রামে রাস্তার পাশে থাকা এক বস্তিতে আচমকাই ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় নিহত ৮ শিশুসহ আরও কয়েকজন

বিহারের বৈশালী জেলার এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলো ৮ শিশুসহ আরও বেশ কয়েকজন।সূত্রের খবর বিহারের বৈশালী জেলার মেহনার গ্রামে রাস্তার পাশে থাকা এক বস্তিতে আচমকাই ধাক্কা মারে ওই ট্রাক। নিয়ন্ত্রণে হারিয়ে সেই ধাক্কা নাকি এর নেপথ্যে আছে অন্য কোনো কারণ বিস্তারিত জানা যায়নি এখনও । তবে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নিহতদের আত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। আহতদের জন্যও ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন যে তিনি এই ঘটনায় তিনি 'গভীরভাবে দুঃখিত'। মুখ্যমন্ত্রী নির্ধারিত স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুযায়ী মৃতদের পরিবারকে এক্স-গ্রেশিয়া প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই । তিনি আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে বিশেষ নির্দেশ দেন। এমনকি তাদের দ্রুত আরোগ্য কামনাও করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটবার্তা দেন।

আরও পড়ুন

খুনের প্রমান ছাড়া শাস্তি দিতে পারবে না কোর্ট,শ্রদ্ধা -হত্যাকাণ্ডে উপযুক্ত প্রমানের অভাবে কি এবার ছাড়া পাবে আফতাব ? উঠছে প্রশ্ন

শ্রদ্ধার কাটা মাথার সন্ধান করতে পুকুর নিষ্কাশনের সিদ্ধান্ত বাতিল পুলিশের , এর বদলে পুকুরে নামবে ডুবুরি

দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে চায় বিজেপি এমসিডির নির্বাচনী প্রচারে আশঙ্কা প্রকাশ কেজরিওয়া্লের