সংক্ষিপ্ত
বুথ ফেরস সমীক্ষার কথাই শেষ পর্যন্ত মিলে যাবে। তেমনই আশা গেরুয়া শিবিরে। সকাল থেকেই বিরোধী জোট ইন্ডিয়াকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
সকাল থেকেই গোটা দেশ জুড়ে গেরুয়া ঝড়। বেলা ১০টার আগেই ৩০০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অনেকেটাই পিছিয়ে রয়েছ বিরোধীরা। ইনিডিয়া জোট এগিয়ে রয়েছে ২২৭ আসনে। বাকিরা এগিয়ে ২৩টি আসনে। এই রাজ্যেও এগিয়ে ছিল বিজেপি। তবে এই প্রতিবেন লেখার সময় গেরুয়া শিবিরকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বুথ ফেরস সমীক্ষার কথাই শেষ পর্যন্ত মিলে যাবে। তেমনই আশা গেরুয়া শিবিরে। সকাল থেকেই বিরোধী জোট ইন্ডিয়াকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বেলা ১০টা নাগাদ এনডিএ এগিয়ে ছিল ৩০০টির আসনে। যদিও কিছু পরেই পিছিয়ে যায়। তবে এনডিএ জোট সকাল থেকেই এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোটের আসন সংখ্যা বাড়লেও এনডিএকে পিছনে ফেলতে পারেনি।
বিজেপি প্রার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালের দিকে কিছুটা হলেও পিছিয়ে ছিলেন। এগিয়ে গিয়েছিলেন কংগ্রেস নেতা অজয় রাই। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আবার এগিয়ে যান মোদী। মোটের কথা বারাণসী এবারও মোদীর পক্ষেই রায় দিতে চলেছে। অন্যদিকে উত্তর প্রদেশের রায়বরেলি আর কেরলের ওয়েনাড দুটি কেন্দ্রেই এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। তবে আমেঠি থেকে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। এই প্রতিবেদন লেখান সময়ই এনডিএ জোট এগিয়ে ছিল ২৬৫টি আসনে। আর ইন্ডিয়া জোট এগিয়ে ছিল ২৫৪টি আসনে।
তবে এখনও ভোট গণনার অনেকটাই বাকি রয়েছে। কিন্তু কংগ্রেস আর বিজেপির লড়াই ক্রমশই কঠিন হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সাত দফায় নির্বাচন হয়েছে। ৪০০ র বেশি আসন পাওয়ার স্লোগানও তুলেছিল বিজেপি। বুথ ফেরত সমীক্ষাও ছিল বিজেপিরই পক্ষে।