- Home
- India News
- North East India Flood: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, অসমে বাড়ছে মৃতের সংখ্যা
North East India Flood: বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, অসমে বাড়ছে মৃতের সংখ্যা
Assam Flood Situation: দিন যত যাচ্ছে ততই মেঘভাঙা বৃষ্টিতে খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। অবিরাম বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। প্রাণের তাগিদে সাধারণ মানুষকে ঘর ছেড়ে আশ্রয় নিতে হচ্ছে ত্রাণ শিবিরে।

বন্যা বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত
গত কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতের জনজীবন। জমা জলে গৃহবন্দি সাধারণ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কার্যত জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে ভুক্তভোগীদের।
অসমে বন্যা পরিস্থিতির শিকার বহু মানুষ
রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত অসমে বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫.৩৫ লক্ষ মানুষ। প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। পাহাড়ি রাস্তায় নেমেছে ধস।
বন্যার জেরে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ
একটানা বৃষ্টিতে গোদের উপর বিষফোঁড়ার মত উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক। জমা জলে বাড়ছে ডেঙ্গি সংক্রমণের আশঙ্কা। তার উপর ভূমিধস। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন ভুক্তভোগীরা।
অসমে বন্যায় মৃত ১১
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অসমে বন্যায় প্রাণ হারিয়েছেন ১১ জন। ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার জন্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ক্ষতিগ্রস্ত ১১টি জেলা
অসমে ভয়ঙ্কর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১১টি জেলা। শুধু তাই নয়, যে সব জায়গায় ঘরবাড়ি জলের তলায় তলিয়ে যায়নি সেখানে পানীয় জল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
উদ্ধারকার্যে নেমেছে সেনাবাহিনী
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিননী। মণিপুরের ইম্ফল উপত্যকা থেকে এখনও পর্যন্ত ৯৪৪ জনকে উদ্ধার করা হয়েছে।
বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা
একটানা বর্ষণে রেলপথ, নদীপথে বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা। লক্ষ্মীপুর গিয়ে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় খোঁজখবর নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উত্তর সিকিমে ভূমিধস
এদিকে একটানা বৃষ্টিতে উত্তর সিকিমেও বাড়ছে ভূমিধসের মত ঘটনা। প্রায় ৩৪ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, উদ্ধার কার্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে- M1, 17V5 বিমান।
ভূমিধসে নিহত সেনাজওয়ান
এদিকে উত্তর সিকিমে ভূমিধসে নষ্ট হয়ে গিয়েছে সেনা ছাউনি। প্রাণ হারিয়েছেন তিনজন সেনা জওয়ান। এখনও পর্যন্ত নিখোঁজ ছয় জওয়ান।
উদ্ধারে নেমেছে NDRF টিম
সেনাবাহিনীর পাশাপাশি উত্তর সিকিমে ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গর্ভবতী মহিলা, বাচ্চা ও বৃদ্ধদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।।

