সংক্ষিপ্ত
২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশে দারিদ্রের হার কমেছে বলে দাবি করা হচ্ছে। এবার এক গবেষণাতেও একই কথা জানানো হল।
দেশে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমছে। শুধু শহরেই নয়, গ্রামেও দারিদ্রের হার কমে যাচ্ছে। সারা দেশে দারিদ্রের হার কমে পাঁচ শতাংশেরও নীচে নেমে গিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই গবেষণায় দাবি করা হয়েছে, দেশে এখন দারিদ্রের হার যৎসামান্য। দ্রুত দরিদ্র মানুষের সংখ্যা কমে আসছে। দেশের মানুষ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ক্রয়ের জন্য কত টাকা খরচ করতে পারছেন, সে বিষয়ে জরিপ করা হয়েছে। এই জরিপেই জানা গিয়েছে, ২০২৪ অর্থবর্ষে দেশের গ্রামীণ অঞ্চলে দারিদ্রের হার কমে ৪.৮৬ শতাংশে পৌঁছে গিয়েছে। ২০২৩ অর্থবর্ষে এই হার ছিল ৭.২ শতাংশ। ২০১২ অর্থবর্ষে গ্রামীণ ভারতে দারিদ্রের হার ছিল ২৫.৭ শতাংশ। এই পরিসংখ্যানেই স্পষ্ট, গত এক যুগে ভারতের গ্রামাঞ্চলে দারিদ্রের হার এখন অনেক কমে গিয়েছে। দেশের গ্রামাঞ্চলে দারিদ্রের হার কমলেও, শহরাঞ্চলে দারিদ্রের হার সামান্য বেড়ে গিয়েছে। স্টেট ব্যাঙ্কের গবেষণা অনুযায়ী, এখন দেশে শহরাঞ্চলে দারিদ্রের হার ৪.০৯ শতাংশ। ২০২৩ অর্থবর্ষে ভারতের শহরাঞ্চলে দারিদ্রের হার ছিল ৪.৬ শতাংশ। ২০১১-১২ অর্থবর্ষে দেশের শহরাঞ্চলে দারিদ্রের হার ছিল ১৩.৭ শতাংশ। ফলে ২০২৩ অর্থবর্ষের তুলনায় ২০২৪ অর্থবর্ষে শহরাঞ্চলে দারিদ্রের হার সামান্য বৃদ্ধি পেলেও, সবমিলিয়ে গত এক দশকে গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
দেশের আর্থিক অবস্থার উন্নতি
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১০ বছরে দেশে ২৩ কোটি মানুষকে দারিদ্রের আওতা থেকে বের করে আনতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার। জনগণনা হলে গ্রাম ও শহরে মোট দরিদ্র মানুষের সংখ্যা কত, সেটা জানা যেতে পারে। তবে দেশে দারিদ্র যে কমেছে, সেটা স্পষ্ট। স্টেট ব্যাঙ্কের গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী দিনে শহরাঞ্চলে দারিদ্রের হার আরও কমে যেতে পারে।
গ্রাম-শহরে ক্যাপিটা ইনকামের পার্থক্য কমছে
স্টেট ব্যাঙ্কের গবেষণায় জানানো হয়েছে, মাসিক ভিত্তিতে ক্যাপিটা ইনকামের পার্থক্য কমেছে। যেখানে ২০০৯-১০ সালে, শহর ও গ্রামের মধ্যে এই আয়ের পার্থক্য ছিল ৮৮.২ শতাংশ। এখন তা কমে ৬৯.৭ শতাংশ হয়েছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, গ্রামীণ পরিকাঠামোর উন্নতি, কৃষকদের আয় বাড়ানোর চেষ্টা সফল হয়েছে। গ্রামের মানুষের আয়ের পাশাপাশি ব্যয়ও বেড়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পাকিস্তানে ভয়াবহ আর্থিক অবনতি! দারিদ্র সীমার নিচে চলে যেতে পারেন আরও এক কোটি মানুষ
Poverty: চরম দারিদ্র দূরীকরণে সাফল্য পেয়েছে ভারত, দাবি বিশেষজ্ঞদের
জেনে নিন কোন মহৎ উদ্দেশ্য নিয়ে পালিত হয় আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস, রইল কাহিনি