সংক্ষিপ্ত

  • বিশ্বব্যাপী মুষড়ে পড়েছিলেন মানুষ
  • বাদ ছিল না কলকাতাও
  • সৌজন্যে হোয়াটস অ্যাপ ও ফেসবুকের বিকল পরিষেবা

বিশ্বব্যাপী মুষড়ে পড়েছিলেন মানুষ। বাদ ছিল না কলকাতাও। সৌজন্যে হোয়াটস অ্যাপ ও ফেসবুকের বিকল পরিষেবা। গত বুধবার ভারতীয় সময়ানুসারে প্রায় মধ্যরাত পর্যন্ত বিপর্যস্ত ছিল হোয়াটস অ্যাপ পরিষেবা।

গত বুধবার ভারত, ইউরোপ আমেরিকা ও জাপানের লোকজন এই সমস্যার স্বীকার হন। অভিযোগ ফেসবুকের দেওয়ালে  ছবি দেখা যাচ্ছিল না, আর হোয়াটস অ্যাপে ছবি দেওয়া নেওয়া করতে সমস্যা হচ্ছিল। প্রথমে ফেসবুকের তরফে বলা হয় সব ঠিক রয়েছে। তারপরেই অবস্থার গুরুত্ব বুঝতে পেরে ফেসবুকের তরফে জানানো হন দৈনন্দিন রক্ষণাবেক্ষণের সমস্যার কারণেই এই সমস্যা হয়। সমস্যা সমাধানেরও কথাও দেয় ফেসবুক। ধীরে ধীরে ছন্দে ফিরে শুরু করে গ্রাহকের অ্যাকাউন্ট।
 

গত মার্চ মাসে দুনিয়া জুড়েই কয়েক ঘণ্টার জন্যে অচল হয়ে গিয়েছিল ফেসবুক ও তার দোসর হোয়াটস্যআপ-ইন্সটাগ্রাম। সেবার কনফিগারেশনের বদলকে কারণ হিসেবে দায়ী করেছিল ফেসবুক। কিন্তু এবার প্রাথমিক ভাবে প্ল্যাটফর্ম স্টেটাস পেজে সব ঠিক আছে বললে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির শিরোনামেই ফেসবুক বুঝতে পারে সবটা ঠিক নেই।

যাই হোক, আপাতত ফেসবুক -হোয়াটস অ্যাপ-ইনস্টাগ্রাম স্ব স্ব জায়গায় ফিরে আসাতে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মত আরাম নেটিজেনদের।