সংক্ষিপ্ত
- বৈষ্ণোদেবী মন্দির চত্বরে আগুন
- মন্দিরের মূল চত্বরেই আগুন লাগে
- ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়
- কোনও ক্রমে প্রাণ বাঁচান নিরাপত্তরক্ষীরা
বৈষ্ণোদেবী মন্দির চত্বরে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। জম্মু কাশ্মীরের বিখ্যাত ধর্মস্থান বৈষ্ণোদেবী মন্দিরের মূল চত্বরেই আগুন লাগে। ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কালো ধোঁয়ার কুন্ডলী ছেয়ে যায় আকাশে। দূর থেকে সেই ধোঁয়া নজরে আসে। কোনও ক্রমে প্রাণ বাঁচান নিরাপত্তরক্ষীরা।
তবে আগুন লাগার কিছু সময় পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, লকডাউনের জেরে কোনও পুণ্যার্থী সেসময় মন্দিরে উপস্থিত না থাকায়, বড় রকমের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচা গিয়েছে। নয়ত বড় রকমের ক্ষতি হয়ে যেত পারত, প্রাণ যেতে পারত বহু মানুষের। এদিন শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সিইও জানান, কোনও বড় ক্ষতি বা প্রাণহানি এই ঘটনায় হয়নি।
পরে জানা যায়, মূল মন্দির চত্বরের কিছু দূরে এই আগুন লাগার ঘটনা ঘটে। মন্দিরে কোষাগারে আগুন লাগার খবর মেলে, তবে তার সত্যতা জানা যায়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।