সংক্ষিপ্ত


আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অর্থমন্ত্রী ঘোষণা করেছেন বেশ কিছু পদক্ষেপ

বিরোধীরা এই ঘোষণায় 'কিছুই নেই' বলে অভিযোগ করেছে

প্রধানমন্ত্রী অবশ্য দারুণ প্রশংসা করলেন

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছিলেন কোভিড-১৯ সংকটের সময় আত্মনির্ভর ভারত গড়ার। সেইসঙ্গে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজের কথাও ঘোষণা করেছিলেন, বুধবার যা বিশদে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিরোধীরা সেই ঘোষণায় 'কিছুই নেই' বলে অভিযোগ করলেও প্রধানমন্ত্রী নিজে কিন্তু অর্থমন্ত্রীর ঘোষণাগুলির দারুণ প্রশংসা করলেন।

এদিন মোদী টুইট করে জানিয়েছেন, 'অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ যে ঘোষণাগুলি করেছেন, তাতে ব্যবসাগুলি বিশেষ করে এমএসএমই-গুলির যে সমস্যার মুখোমুখি হয় তার সমাধানে অনেক এগিয়ে যাবে। ঘোষিত পদক্ষেপগুলি (আর্থিক) তারল্য বৃদ্ধি করবে, উদ্যোক্তাদের ক্ষমতায়িত করবে এবং তাদের প্রতিযোগিতামূলক মনোভাবকে শক্তিশালী করবে।'

বুধবার নির্মলা সীতারামন এমএসএমইগুলির সংজ্ঞা আরও প্রশস্ত করার এবং বিনিয়োগের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। এমএসএমই হিসাবে শ্রেণিবদ্ধকরণের প্রয়োজনীয় মানদণ্ড হিসাবে  কোনও সংস্থার টার্নওভার-কেও যুক্ত করা হয়েছে। এছাড়া এমএসএমইগুলির জন্য তিন লক্ষ কোটি টাকা পর্যন্ত জামানত-মুক্ত স্বয়ংক্রিয় ঋণদানের কথাও ঘোষণা করেছেন। আর দেশকে আত্মনির্ভর করতে যাতে এমএসএমইগুলি আরও বেশি সুযোগ পায় সেই জন্য ২০০ কোটি টাকা পর্যন্ত সরকারি টেন্ডারে বিদেশি সংস্থাগুলিকে অংশ না নিতে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।