- Home
- India News
- সরকারি কর্মীদের জন্য সুখবর! ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে মহার্ঘ ভাতা-র বকেয়ার জন্য, দ্রুত ঢুকবে অ্যাকাউন্টে
সরকারি কর্মীদের জন্য সুখবর! ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে মহার্ঘ ভাতা-র বকেয়ার জন্য, দ্রুত ঢুকবে অ্যাকাউন্টে
রাজ্য সরকার কর্মী ও পেনশনভোগীদের বকেয়া এরিয়ার-সহ টাকা ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা তিন লক্ষ কর্মী ও পেনশনভোগীদের লাভবান করবে।

সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে চিন্তার শেষ নেই। এই মুদ্রাস্ফীতির বাজারে এই বিষয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক।
এর মাঝেই কপাল খুলল রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের। কারণ এদের বকেয়া এরিয়ার-সহ টাকা ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আর এই কারণে মোট ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর।
রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিরাট পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আর এর জেরে যে কর্মীরা সুখের দিন দেখবে তা আর বলার বাকি রাখে না।
এই সিদ্ধান্তের ফলে তিন লক্ষ কর্মী বেতন ও পেনশনভোগীরা লাভবান হবেন। খুব শীঘ্রই হাতে টাকাও পাবেন কর্মী ও পেনশনভোগীরা।
আর এই দারুণ সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব রাজ্য সরকারের অর্থমন্ত্রক। এই রাজ্যের কর্মীদের দ্রুত মহার্ঘ ভাতা ও বকেয়া বেতন হাতে পাবেন।
২০২২ সালের ৩০ জুন থেকে ২০১৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত সংশোধিত বেতন ও পেনশনের বকেয়া টাকা পাবেন পাঞ্জাব রাজ্যের কর্মীরা।
এদিকে বাংলার সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন। তবে সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার যা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।