- ৭২তম সাধারণতন্ত্র দিবসের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা
- অস্ট্রেলিয়া থেকে ইসরায়েল শুভেচ্ছা জানিয়েছে
- শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- ভারতে আসবেন বলেও জানিয়েছেন তিনি
দেশ উদযাপন করছে ৭২ তম সাধারণতন্ত্র দিবস। বুধবার সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরম জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা নিবেদেন করেন। রাষ্ট্রপত রামনাথ কোবিন্দ সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করেন। রাজধানীর রাজপথে এই অনুষ্ঠানে প্রথা মতই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চলতি বছর মহামারির কারণে ভিড় ছিল অন্যান্যবছরগুলির তুলনায় অনেকটাই কম। এই প্রথম বিদেশী প্রধান অতিথি ছাড়াই উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই বছর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু সেদেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের প্রকোপের কারণে তিনি সফর বাতিল করেন।
গ্যালওয়ানের নায়ক সন্তোষবাবুকে মহাবীর চক্র প্রদান, বীরত্বের জন্য পুরষ্কার পাচ্ছেন আরও ৯ জন ...
প্যাংগং-এ জমে যাওয়া লেকে জাতীয় পাতাকা নিয়ে প্যারেড, ছবিতে দেখুন ITBP-র প্রজাতন্ত্র দিবস উদযাপন ...
বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় বলেন ভারত তাঁর খুব পছন্দের একটি দেশ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বন্ধুসম। তিনি এই দেশে আসবেন চলতি বছরই। দুই দেশের সম্পর্ক যাতে আরও উন্নত হয় সেজন্য তিনি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন। বরিস জনসন আরও বলেন, মহামারির এই সময় করোনাভাইরাসের প্রতিষেধক নিয়েও দুটি দেশ একসঙ্গে কাজ করতে বলেও জানিয়েছেন তিনি। ভিডিও বার্তার শেষে বরিস জনসন ভারতীয়দের উদ্দেশ্যে সাধারণতন্ত্র দিসবের শুভেচ্ছাও জানিয়েছেন।
"I look forward to visiting India later this year, strengthening our friendship, and striving for the quantum leap in our relationship that Prime Minister @narendramodi and I have both pledged to achieve".
— UK in India🇬🇧🇮🇳 (@UKinIndia) January 26, 2021
- British Prime Minister @BorisJohnson's #RepublicDay message for India pic.twitter.com/HzN6SGcZu2
অন্যদিকে এই বিশেষ দিনটি উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশনও ভারতবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, কাকতালীয় হলেও দুই দেশের ইতিহাসে একটি মিল রয়েছে। ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবস আর ভারতের সাধারণতন্ত্র দিবস। এই দিনদুটির শুভেচ্ছা ভারত ও অস্ট্রেলিয়া ভাগাভাগি করে নেয়। দুটি দেশেই গণতন্ত্র ও স্বাধীনতা বিরাজ করে বৈচিত্র্যের মধ্যে।
What wonderful coincidence it's of our history that Jan 26 Australia Day, is India's #RepublicDay, a national day shared b/w friends. Australia-India share more than national day. We pursue same ideals-democracy, freedom, liberty, diversity, enterprise, opportunity: Australian PM pic.twitter.com/JzFutS720d
— ANI (@ANI) January 26, 2021
৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।একই সঙ্গে তিনি শুভেচ্ছা জানিয়েছে দেশের প্রতিটি মানুষকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যাতে আগামী বছরগুলিতেও তাঁর বন্ধুত্ব অক্ষুন্ন থাকে সেই কামনাও করেছেন তিনি।
To my great friend Prime Minister @NarendraModi - Congratulations to you and the people of India on your 72nd #RepublicDay . Our friendship grows from year to year. 🇮🇱🤝🇮🇳 pic.twitter.com/A3JGTZ7DzO
— Benjamin Netanyahu (@netanyahu) January 26, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশবাসী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক জোরদার করার কথাও বলেন তিনি।
Bangladesh PM Sheikh Hasina greeted the people of India on the occasion of the country's Republic Day and hoped that both countries partnership would ensure greater prosperity for people of both nations. pic.twitter.com/EpdJtXQeem
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) January 26, 2021
ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রধান ভ্লাদিমির পুতিন।
Russian President Vladimir Putin sends a congratulatory message to President Ram Nath Kovind and PM Narendra Modi on the occasion of #RepublicDay. "We highly value the relations of the privileged strategic partnership between our states," he says. pic.twitter.com/rVZ0HMwgeq
— ANI (@ANI) January 26, 2021
শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
PM KP Sharma Oli has also expressed gratitude to the Govt of India for providing one million COVISHIELD vaccines to Nepal as grant as a gesture of good neighborly relations: Ministry of Foreign Affairs, Nepal#RepublicDay https://t.co/fYCQtBMmjK
— ANI (@ANI) January 26, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 26, 2021, 6:35 PM IST