সংক্ষিপ্ত
প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী! শোকের ছায়া বিজেপির অন্দরে
প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের আক্রান্ত ছিলেন তিনি। সোমবার ৭২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে রাজনৈতিক মহলে। তাঁর মৃত্যুতে সামাজিক মাধ্যমেও অনেকে শ্রদ্ধা জানিয়েছে।
তাঁর মৃত্যুতে বিহারের বিজেপির তরফেও শ্রদ্ধা জানান হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেম বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সুশীল কুমার মোদীর মৃত্যুতে শক জ্ঞাপন করে তিনি লিখেছেন, " বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শ্রী সুশীল কুমার মোদীর মৃত্যুতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বিহার বিজেপির জন্য অপূরণীয় ক্ষতি।"
গত ৬ মাস ধরে দূরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই খবর নিজেই সামাজিক মাধ্যমে সবাইকে জানান তিনি। সুশীল বাবু লেখেন," গত ছ'মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছি। সবাইকে বিষয়টি জানালাম।" দিল্লির এইমসে চিকিৎসা চলছিল তাঁর বলে জানা গিয়েছে।
বিহারের রাজধানী পাটনায় ১৯৫২ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন সুশীল কুমার মোদী। তাঁর স্ত্রী জেসি সুশীল মোদি পেশায় একজন অধ্যাপিকা। এ ছাড়াও দুই সন্তান রয়েছে তাঁর। বিহারের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে ২০২০ পর্যন্ত বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন তিনি। এরপর রাজ্যসভার সাংসদ হিসাবও নির্বাচিত হন সুশীল কুমার মোদী। তাঁর হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিজেপির অন্দরে।