সংক্ষিপ্ত

 

  • গুরুতর অসুস্থ অরুণ জেটলি
  • নয়াদিল্লির এইমস হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হল তাঁকে
  • তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এক মেডিকাল বোর্ড গঠন করা হয়েছে
  • গত দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন প্রাক্তন অর্থমন্ত্রী

নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। জানা গিয়েছে তাঁকে এইমস-এর কার্ডিওলজি অর্থাৎ হৃদরোগ সংক্রান্ত বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এক এন্ডোক্রিনোলজিস্ট, এক নেফ্রোলজিস্ট ও এক কার্ডিওলজিস্টের মেডিকাল বোর্ড গঠন করা হয়েছে।

৬৬ বছরের জেটলি অর্থমন্ত্রী তাকাকালীনই গত দুই বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত বছর তিন মাস কাজ থেক অব্যাহতি নিয়ে তিনি কিডনি ট্রান্সপ্লান্ট বা যকৃত প্রতিস্থাপন করান। তারপর চলতি বছরের জানুয়ারিতে তিনি আমেরিকা উড়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য।

তাঁর অনুপস্থিতিতে অস্থায়ী অর্থমন্ত্রী হিসেবে দফতর সামলেছিলেন পিযুষ গয়াল। ২০১৯ লোকসভা নির্বাচনেও লড়েননি জেটলি। নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় ফেরার পর প্রাক্তন অর্থমন্ত্রী তাঁকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন তাঁর শরীর ভাল নেই। তিনি আর কোনও সরকারি দায়িত্ব নিতে চান না।

ঠিক কী কারণে তাঁকে এদিন এইমস-এ ভর্তি করতে হল, তা এখনও জানা যায়নি। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন এইমস-এর ডাক্তাররা।