সংক্ষিপ্ত
শাহরুখ খানের থেকে ঘুষকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন না সমীর ওয়াংখেড়ে। সিবিআই জানিয়েছে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শাহরুখ খানের পুত্র আরিয়ান খান -কাণ্ডে প্রথম দিনেপ হাজিরা এড়িয়ে গেলে প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। সিবিআই সূত্রের খবর , বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। ড্রাগ অন ক্রুজ মামলায় আরিয়ার খানকে ছেড়ে দেওয়ার জন্য শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর ও আরও চারজনের বিরুদ্ধে ইতিমধ্যেই এই মামলায় এফআইর দায়ের করা হয়েছে।
সূত্রের খাবর আগেই সমীর ওয়াংখেডে বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা সিবিআই-এর সামনে উপস্থিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের পরেই তিনি হাজিরা দেননি। সিবিআই সূত্রের খবর, ভবিষ্যতে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়ে তা পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। আধিকারিকরা ওয়াংখেড়ের ওপর নজর রাখছে বলেও সূত্রের খবর।
এনসিবি -র বিশেষ তদন্তকারী দল সমীর ওয়াংখেড়ে ও তার চার সহযোগীর বিরুদ্ধে একটি রিপোর্ট সিবিআই-র কাছে পাঠিয়েছিল। যা সিবিআই ১১মে ওয়াংখেড়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-নথিভুক্ত করেছে। এনসিবি-র সিট-এর অনুসন্ধান রিপোর্ট যা এফআইআর-এর অংশ সেখানে বলা হয়েছে, 'সমীর ওয়াংখেড়ে বিদেশ সফরের উৎস সঠিকভাবে ঘোষণা করেন। দফতরের উর্ধ্বতন কর্তাদের না জানিয়েই বিদেশ সফরে গিয়েছিলেন। ভাইরাজ রাজনের সঙ্গে বহু মূল্যবান রিস্টওয়াচ কেনাবেচার সঙ্গেও জড়িয়ে রয়েছেন।' সোমবার এফআইআর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্বাধীন সাক্ষী কেপি গোসাভি ও প্রভাকর সেল (মৃত্যু হয়েছে) সমীর ওয়াংখেড়ের নির্দেশে কার্ডেলিয়া ক্রুজে শিপ ড্রাগ অভিযানে গিয়েছিল। গোসাভি তাঁর সহযোগী সানভিল ডিসুজার ও অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্র করে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার পরিবারের সদস্যগের সঙ্গ ২৫ কোটি টাকা ঘুষ আদায় করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন আরিয়ান খানকে ফাঁসানো হবে না তারা যদি এই পরিমাণ টাকা দিয়ে দে। পরবর্তী সময় দর কষাকষি করে সেই টাকার অঙ্ক ১৮ কোটিতে নামিয়ে আনা হয় তবে ৫০ লক্ষ টাকা আদায়ও করেছিলেন। কিন্তু পরে অর্থের একটি অংশ ফেরতও দিয়েছিলেন।
এফআইআর-এ আরও বলা হয়েছে , আরিয়ান খান ও ড্রান অন ক্রুজ মামলায় অন্যান্য সন্দেহভাজনদের ২০২১ সালের ২ অক্টোবর গোসাভির নিজের গাড়িতে করেই এনসিবি অফিসে আনা হয়েছিল। এনসিবি-র কোনও গাড়ি ব্যবহার করা হয়নি। পাশাপাশি এনসিবি অফিসে বলে আরিয়ান খানের সঙ্গে ছবি তোলার ও তার কথা বলা রেকর্ড করারও অনুমতি দিয়েছিলেন ওয়াংখেড়ে। আর এই দুটিই শাহরুখ খানের থেকে টাকা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেই কারণেই সিবিআই-এর স্ক্যানারে রয়েছে ওয়াংখেড়ে। NCB-এর SET বলেছে যে কিছু সন্দেহভাজন ব্যক্তির নাম তথ্য নোট 'আই-নোট' থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে কার্যধারার জন্য পরিবর্তনের মাধ্যমে কিছু অন্যান্য নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রাথমিক আই-নোটে ২৭টি নাম ছিল এবং পরিবর্তিত আই-নোটে মাত্র ১০টি নাম রয়েছে। আর সেই কারণে সমস্ত সন্দেহ গিয়ে পড়েছে তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের ওপর।