- Home
- India News
- Holiday: এবার থেকে সপ্তাহে মোট ৪ দিন করে অফিস যেতে হবে সরকারি কর্মীদের! ছুটি থাকবে টানা ৩ দিন, এল নতুন বিল?
Holiday: এবার থেকে সপ্তাহে মোট ৪ দিন করে অফিস যেতে হবে সরকারি কর্মীদের! ছুটি থাকবে টানা ৩ দিন, এল নতুন বিল?
সরকারি কর্মীদের জন্য সপ্তাহে ৩ দিন ছুটি এবং ৪ দিন কাজের নতুন বিল আসছে। কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ?

এবার সপ্তাহে মোট ৩ দিন করে অফিস ছুটি থাকবে। অফিস যেতে হবে মোটে ৪ দিন।
বহুদিন ধরেই আসার কথা হচ্ছে এমন বিল। এতে সপ্তাহে ৪ দিন অফিস আর ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। কর্মীদের বাড়ি ও কাজের মধ্যে যাতে ভারসাম্য রাখার জন্যই আনা হয়েছে এমন প্রস্তাব।
তবে দিনে ৮ ঘণ্টা কাজের সময় আরও একটু বেড়ে যাবে বলে জানা গিয়েছে। ১১ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে এই ৪ দিন।
ফলে রোজ আরও অতিরিক্ত ২ ঘণ্টা কাজ করতে হতে পারে সরকারি কর্মীদের। যার দরুণ একদিন কাজ বন্ধ থাকলেও কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না।
টানা ৫ দিন অফিস করা অনেকের কাছেই সমস্যার হয়ে পড়ে। বিশেষত যাযারা দূরের থেকে অফিস করে। ফলত তাঁরা পরিবারকে সময় দিতে পারেন না একমই।
তবে এবার খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যেতে পারে। খুবই তাড়াতাড়ি এমন বিল কেন্দ্র আনতে চলেছে যাতে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মীরা।
নিশ্চিন্তে ৪ দিন অফিস করে বাকি ৩ দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। তবে বাকি দুটি ছুটি শনি ও রবিবার হলেও বাড়তি একদিনের ছুটি রোস্টারের মাধ্যমে নেওয়া হতে পারে।
তবে সপ্তাহে ৫ দিনই অফিস খোলা রাখতে হবে তাই একটি নির্দিষ্ট দিনে সবাই ছুটি পাবেন না বলেই জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। এই বিল নিয়েও রয়েছে প্রচুর ধোঁয়াশা।
যদি সব ঠিক থাকে আর বিল সত্যিই পাশ হয়, তবে এবার মোটে ৪ দিন করে অফিস যেতে হবে সরকারি কর্মীদের।
