গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে গায়ানা সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর গায়ানা সফর

১৪ বছর পরে গায়ানা গেলেন মোদী। ভাষণ দেন সেখানের সাংসদে। দুই দেশের সম্পর্কের ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।

Share this Video

১৪ বছর পরে গায়ানা গেলেন মোদী। ভাষণ দেন সেখানের সাংসদে। দুই দেশের সম্পর্কের ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী। গায়ানা সংসদে দাঁড়িয়ে মোদী বলেন, ভারত কী করে বিশ্ববন্ধু হয়ে উঠেছে। গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদনও করেন। কথা বলেন সেই দেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে।

Related Video