সংক্ষিপ্ত
- টানা চারদিন বাড়ল জ্বালানি তেলের দাম
- দেশের কিছু অংশে পেট্রোলের লিটার প্রতি দর একশো ছাড়ল
- কলকাতায় লিটার প্রতি পেট্রোল ৯১.৪১ টাকা
- দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ৯৩.১৫ টাকা
পশ্চিমবাঙলা সহ পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতেই সে যে পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি শুরু হয়েছে, তা আজও চলল। এই নিয়ে টানা চারদিন বৃদ্ধি পেল জ্বালানি তেলের দাম। আজ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা আর ৩১ পয়সা বাড়ল ডিজেলের দাম। গত চারদিন মিলিয়ে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৮৭ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১ টাকা। আজ দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯১.২৭ টাকা প্রতি লিটার। আর ডিজেলে লিটার পিছু ৮১.৭৩ টাকা। দেশের বানিজ্য নগরীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৬১ টাকা, আর ডিজেল লিটার প্রতি ৮৮.৮২ টাকা। অন্যদিকে, কলকাতায় লিটার প্রতি ২৭ পয়সা বেড়ে দাম হয়েছে ৯১.৪১ টাকা। শহরে ডিজেলের দর লিটার প্রতি ৮৪.৫৭ টাকা।
আরও পড়ুন: করোনার দ্বিতীয় তরঙ্গে অনিবার্য জাতীয় লকডাউন, চিঠিতে সাহায্যের আর্জি রাহুল গান্ধীর
আজ দাম বাড়ায় রাজাস্থান ও মধ্যপ্রদেশের কিছু অংশে পেট্রোলের দাম সেঞ্চুরি করে ফেলল। দেশের যে দুটি রাজ্যে জ্বালানি তেলের ভ্যাট সবচেয়ে বেশি রাজস্থান ও মধ্যপ্রদেশে পেট্রোলের দাম একশো ছাড়াল। মধ্যপ্রদেশের আনুপ্পুরে পেট্রোলের দাম বেড়ে আজকের দর লিটার প্রতি ১০১.৮৬ লিটার। সেখানে ৯২.৩৯ লিটার দর বিক্রি হচ্ছে ডিজেল। রাজস্থানের শ্রী গঙ্গানগরে দাম আরও চড়া। সেখানে লিটার প্রতি পেট্রোল ১০২.১৫ টাকা। আর ডিজেল লিটার প্রতি ৯৪.৩৮ টাকা। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানির তেলের দাম নির্ভর করে স্থানীয় কর (ভ্যাট), ফ্রেট চার্জের জন্য।
আরও পড়ুন: করোনার সঙ্গে কঠিন লড়াই, ২ কোটির অনুদান বিরাট অনুষ্কার, ভক্তদের উদ্দেশে কী বার্তা দিলেন
দেশের চার মেট্রো শহরে পেট্রোলের দর
কলকাতা: ৯১.৪১ টাকা
দিল্লি: ৯০.৯৯ টাকা
মুম্বই: ৯৭.৬১ টাকা
চেন্নাই: ৯৩.১৫ টাকা