সংক্ষিপ্ত

সোমবার লরেনকো কলকাতায় আসেন। তার আগেই তিনি কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে ইস্তফা দেন গোয়া বিধানসভা থেকেই।

কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Poll 2021) তৃণমূল কংগ্রেসের (TMC) জয়জয়াকারের মধ্যেই ঘাসফুল শিবিরের জন্য সুদূর গোয়া থেকেও এল সুখবর। গোয়া কংগ্রেসের (Congress) প্রাক্তন কার্যকরী সভাপতি অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেনকো (Aleixo Reginaldo Lourenco)মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আগামী বছর শুরুতেই গোয়া বিধানসভা নির্বাচন। তার আগে ক্রমশই শক্তিক্ষয় হচ্ছে কংগ্রেসের। পাাল্টা অক্সিজেন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। 

সোমবার লরেনকো কলকাতায় আসেন। তার আগেই তিনি কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে ইস্তফা দেন গোয়া বিধানসভা থেকেই। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের অফসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানান হয়েছে, 'আজ জাতীয় কংগ্রেসের প্রাক্তন কার্টোরিমের বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেনকো আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃমমূল কংগ্রেসেরে যোগ দিয়েছে। একসঙ্গে কাজ করে গায়ার উন্নতির জন্য কাজ করা হবে।' 

কোর্টেরিম বিধানসভা আসন থেকে পরপর দুবার জয়ী হয়েছিলেন লরেনকো। সম্প্রতি গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতির দায়িত্বও পালন করেছিলেন তিনি। লরেনকোর পদত্যাগের পর ৪০ সদস্যের গোয়া বিধানসভায় কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। কারণ বর্তমানে কংগ্রেসের মাত্র দুই বিধায়ক রয়েছে গোয়া বিধানসভায়। 

তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তারা উপকূলীয় রাজ্যের বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবে। সেই কারণে বেশ কয়েক মাস আগে থেকেই তৃণমূল কংগ্রেস রণকৌশল তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গোয়া গিয়েছিয়েছেন। তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরের নেকারাও একাধিকবার গোয়া সফর করেছেন। এর আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারেইরো, কংগ্রেস নেত্রী নাফিসা আলি। গোয়ার পরিচিত মুখ লিয়েন্ডার পেজও ঘাসফুল শিবিরেনাম লিখিয়েছেন। তাই আগামী নির্বাধনে তৃণমূল যে রীতিমত শক্তি নিয়ে গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চলছে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। 

অন্যদিকে কংগ্রেস ক্রমশই ভাঙছে। প্রিয়াঙ্কা গান্ধীর সফরের সময়ও কংগ্রেসের ভাঙনের কথা সামনে এসেছিল। উত্তর গোয়ার পোরভোরিম বিধানসভা কেন্দ্রের কিছু নেতা ও দক্ষিণ গোয়ার এক প্রবীণ নেতা ইতিমধ্যেই দলত্যাগ করেছেন। পেরিভোরিমের নেতা নির্দল বিধায়ক রোহন খাঁতেকে সমর্থন করেছিলেন। কংগ্রেস আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে গুরুত্ব সহকারে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নয় বলেও তাঁরা অভিযোগ করেছেন। কয়েক জন নেতার মনোভাবের কারণে গোয়াতে ক্রমশই ভাঙছে কংগ্রেস। তেমনই দাবি করেছেন গুপেশ নায়েক। তিনি প্রাক্তন ডেলা পঞ্চায়েত সদস্য। দলত্যাগী গোষ্ঠীরও নেতৃত্ব দিচ্ছেন তিনি। 

অন্যদিকে দক্ষণ গোয়ায় কুরটোরিম থেকে দল ছেড়েছেন কংগ্রেস নেতা মোরোনো রেবেলো । তাঁর নির্বাচনী কেন্দ্রে তাঁকে এবার টিকিট দেওয়া হয়নি। তাঁর  নির্বাচনী এলাকা থেকে , আসন্ন নির্বাচনের জন্য  অ্যালেইক্সো রেজিনাল্ডোকে প্রার্থী করা হয়েছে। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই দল ছেড়েন মোরেনো। তাঁর অভিযোগ গত চার বছরে অ্যালেইক্সোকো কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। পার্টির সদস্যপদ শুধু ব্যবহার করেছে নিজের স্বার্থে। পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত সদস্যদের বিরুদ্ধে একাধিকবার কথাবার্তা বলেছিল। তারপরেও সেই ব্যক্তিকে কী করে প্রার্থী করা হয়- এই প্রশ্নও তুলেছেন তিনি। 

Meghalaya TMC: মেঘালয়ের রাজনীতিতে নতুন সমীকরণ, কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলল তৃণমূল

মোদী সরকারের ওপর সরাসরি কোনও নিয়ন্ত্রণ নেই, দাবি RSS প্রধান মোহন ভাগবতের

শুভেন্দুর সঙ্গে কলকাতা পুলিশের ঝামেলা, রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ঢুকতে বাধা বিজেপিকে