- Home
- India News
- Today Gold Price News: সোমে সোনার দামে বিরাট পতন! লাভবান হতে এখনই করে ফেলুন গোল্ড শপিং
Today Gold Price News: সোমে সোনার দামে বিরাট পতন! লাভবান হতে এখনই করে ফেলুন গোল্ড শপিং
Gold Price: সোনার একটানা দাম বৃদ্ধির থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিটি নতুন দিনেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। প্রতিদিনই এই হলুদ ধাতু দামের নতুন রেকর্ড তৈরি করছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন…
- FB
- TW
- Linkdin
)
চৈত্রের শেষেও ঊর্ধ্বমুখি সোনার দাম
চৈত্রের শেষেও ঊর্ধ্বমুখি সোনার দাম। শনিবারের পর সোমবারেও সোনার দামে নেই হেরফের। সামনেই বৈশাখ মাস বিয়ের মরশুম। তার আগেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম।
সপ্তাহের শুরুতেই সোনার দামে পরিবর্তন
সোমবার সপ্তাহের শুরুতেই সোনার দামে পরিবর্তন। রুপোর পর এবার বাড়ল সোনার দামও। চৈত্রের শেষবেলায় কয়েক শো টাকা বাড়ল সোনার দাম।
সোনা কেনার সময় কী মাথায় রাখবেন জানুন
সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে। ফলে সোনা কেনার সময় এই বিষয়গুলি সবসময় মাথায় রাাখবেন। তাহলে ঠকবেন না।
হলমার্ক যুক্ত গয়না কিনুন
সব সময় হলমার্ক দেখে গয়না কিনবেন। কারণ, হলমার্ক হল জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন। যা হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।
বাইব্যাক সম্পর্কে জানুন
এখন অনেক গয়নার দোকানে পুরনো গয়নার বদলে নতুন গয়না কিনতে চাইলে বাইব্যাকের অপশন রয়েছে। নকশা এবং ট্রেন্ড পরিবর্তিত হতে পারে, তবে সোনার মূল্য একই থাকে। যারফলে কেনার সময় বাইব্যাক নিয়ে আলোচনা করে নিতে পারেন আপনি।
আজকের সোনার দর
সোমবার ৭ এপ্রিল ২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ ৯ হাজার ৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯০ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার
আজকের রুপোর দাম
সোনার পাশাপাশি বাজারে রুপোর দামও সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৩৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৩ হাজার ৯০০ টাকা। সুতরাং একদিনে ১০০ টাকা দাম কমেছে।