সংক্ষিপ্ত

  • পুজোর আগেই রেলকর্মীদের সুখবর দিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভা
  • বুধবার রেলকর্মীর জন্য বোনাস ঘোষণা করা হল
  • ৭৮ দিনের মাইনে বোনাস হিসেবে দেওয়া হবে
  • আরপিএফ ও আপিএসএফ কর্মীরা এই সুবিধা পাবেন না

 

পুজোর আগেই রেলকর্মীদের জন্য সুখবর দিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। বুধবার ১১.৫২ লক্ষ নন গেজেডেড রেলকর্মীর জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা করা হল। তবে আরপিএফ ও আপিএসএফ কর্মীরা এই সুবিধা পাবেন না।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এক সাংবাদিক সম্মেলন করে এই কথা গোষমা করেন। তিনি জানান, গত ৬ বছর ধরেই মোদী সরকার রেকর্ড পরিমাণ বোনাস দিচ্ছে। এই বছরও তার ব্যতিক্রম হবে না। মন্ত্রিসভা ৭৮ দিনের এই 'প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস' দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে।  

জাভড়েকর আরও জানান, এর জন্য ২,০২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতীয় রেলকে কর্মীরা যেভাবে মসৃণভাবে চালান, এই বোনাস তারই স্বীকৃতি। এতে করে ভারতীয় রেলকর্মীদের মধ্যে অন্তর্ভুক্তি এবং সাম্যতার বোধকে বাড়িয়ে তুলবে।