- Home
- India News
- এবার থেকে ৬৫ বছর বয়েসে অবসর নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা! দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার থেকে ৬৫ বছর বয়েসে অবসর নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা! দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01jchxe3mf22v9aqkmbjg9rtk1/office-1731473116815.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
বর্তমানে সরকারি চাকরির নিয়োগের সংখ্যা যত দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে।
![](https://static-gi.asianetnews.com/images/01hzf2mv82e0v1kat5vs5bs3ww/Screenshot-2024-06-03-181504-1717419273474.png?impolicy=All_policy&im=Resize=(690))
তালিকায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের এমন বহু রাজ্য আছে যেখানে সরকারি চাকরি নিয়ে কেলেঙ্কারি লেগেই চলেছে।
এই জট ছাড়াতে গিয়ে নিয়োগ প্রক্রিয়া অনেক দেরি করে হচ্ছে। যেসব কর্মীরা অবসর নিয়ে নিয়েছে সেইসব জায়গাতে কিন্তু পদ রয়ে গেছে ফাঁকা।
কিভাবে পূরণ হবে এই ফাঁকা জায়গা? কি সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার?
যেহেতু সরকারি কর্মীরা অবসর নিচ্ছে সেই কারণে বহু কর্মীর অভাব দেখা দিচ্ছে একাধিক বিভাগে। যার ফলে আখেরে সমস্যা হচ্ছে বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে।
এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান ঘটাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়িয়ে দেওয়া হবে অবসর গ্রহণের বয়সসীমা (Increase Retirement Age)।
এতদিন সবাই যে বয়সে অবসর গ্রহণ করেছে তার থেকে বৃদ্ধি পাবে।
৬০ বছর বয়েসে কর্মীরা অবসর গ্রহণ করবে এই কথাই এতদিন পর্যন্ত সকলে জানত।
অবসর গ্রহণের পরে এমন বহু কর্মী আছেন যারা অতিরিক্ত বিভাগে কাজ করেছেন। পরিবর্তন আসতে চলেছে সেই নিয়মেই।
এই মর্মেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জানিয়েছেন আয়ুষ বিভাগে ডাক্তারদের বর্তমানে অবসরের বয়স ৬২ বছর। সেটাকে আরও ৩ বছর বাড়িয়ে ৬৫ করার (Increase Retirement Age) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।