অযোধ্যা মামলার রায় ঘোষণা হল তারপরই সুপ্রিম কোর্ট উঠল জয় শ্রীরাম স্লোগান স্লোগান তোলেন একদল আইনজীবী তারপর তাদের আটকান অন্যান্য আইনজীবীরা

অযোধ্য়া মামলার রায় ঘোষণা হতেই সুপ্রিম কোর্ট চত্ত্বরে বেশ কিছু আইনজীবী স্লোগান তুললেন জয় শ্রীরাম। রামের ছবি সম্বলিত পোস্টার ব্যানার নিয়ে মিছিলও শুরু করেছিলেন। এতে করে আদালত চত্ত্বরেই উত্তেজনা ছড়িয়ে পড়তে পারত। কিন্তু, তাঁদের আটকালেন অন্যান্য হিন্দু আইনজীবীরাই।

জয়শ্রীরাম স্লোগানসহ মিছিল শুরু হতেই হিন্দু আইনজীবীদের একাংশ এগিয়ে এসে তাঁদের থামান। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির কাছে এই রায় ঘোষণার পর শান্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন। তার আগে আরএসএস ও জমিয়ত-উলেমা-এ হিন্দ'এর পক্ষ থেকেও সব পক্ষকে শান্ত থাকার আবেদন করা হয়।

Scroll to load tweet…

দীর্ঘ কয়েক শতাব্দি ধরে অযোধ্যায় জমি নিয়ে বিতর্ক চলছিল। হিন্দুদের বিশ্বাস এইখানেই জন্ম হয়েছিল রামের। অন্যদিকে এই জমিতে ছিল বাবরি মসজিদ যা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু জাতীয়তাবাদীরা ভেঙে দিয়েছিল। এদিন সেই কয়েক শতাব্দী ধরে চলা বিতর্কের অবসান ঘটল।