সংক্ষিপ্ত

দেশের অন্য প্রান্তের মতই এই রাজ্যতেও স্বাগত জানান হয় নতুন বছর করে। পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক এলাকায় ছিল উপচে পড়া ভিড়।

 

শুভ নববর্ষ। গোটা বিশ্বই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। অন্যান্যবারের মত এবারই নতুন বছরকে স্বাগত জানানো শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। অস্ট্রেলিয়র সিডনি ব্রিজে আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান স্থানীয়া। ২০২৫ সালেকে প্রথম স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। নিউজিল্যান্ডের সবথেকে উঁচু স্কাই টাওয়ারে পড়ান হয় রঙিন আতশবাজি।

অন্যদিকে লন্ডন, রিও ডি জেনিরো থেকে টোকিও গোটা বিশ্বের প্রথম সারির শহরগুলি আতশবাজি পুড়িয়ে অন্য বারের মতে এবারও নতুন বছরকে স্বাগত জনাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ভারত। কাশ্মীর থেকে কন্যাকুমারী- সর্বত্রই উৎসবের মেজাজ। দিল্লিতে কনটপ্লেসে প্রচুর মানুষের ভিড়। তবে দিল্লিতে দীপাবলির মতই বর্ষবরণের অনুষ্ঠানেও নিষিদ্ধ রয়েছে আতশবাজী। বর্ষবরণের অনুষ্ঠানে মাতোয়ারা মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মত মত মেট্রো শহরগুলিতে বর্ষবরণের অনুষ্ঠান চলছে গভীর রাত পর্যন্ত।

দেশের অন্য প্রান্তের মতই এই রাজ্যতেও স্বাগত জানান হয় নতুন বছর করে। পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক এলাকায় ছিল উপচে পড়া ভিড়। শহরের বড় রেস্তোরাঁ হোটেলে বিশেষ পার্টির ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই নতুন বছরকে স্বাগত জানায় মানুষ। তবে কলকতায় বর্ষবরণ উপলক্ষ্যে সতর্ক ছিল প্রশাসন। সর্বত্রই ছিল কড়া নজরদারি।