সংক্ষিপ্ত

হরিয়ানায় বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার ভোট গণনা যত এগোচ্ছে, ততই বিজেপি-র টানা তৃতীয়বার সরকার গঠনের সম্ভাবনা বাড়ছে।

দিনের শুরুটা দেখে সবসময় বোঝা যায় না যে সারাদিন কেমন কাটবে। মঙ্গলবারই যেমন হল। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হওয়ার পর শাসক দল বিজেপি-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল কংগ্রেস। সেই সময় মনে হচ্ছিল, বুথ ফেরত সমীক্ষার ফলই ঠিক হবে। টানা তৃতীয়বার এই রাজ্যে সরকার গড়তে পারবে না বিজেপি। কিন্তু গণনা একটু এগোতেই পরিস্থিতি বদলে গেল। কংগ্রেস শিবিরে উৎসব থেমে গেল। উল্টোদিকে গেরুয়া শিবিরে উল্লাসের ছবি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি-র ঝুলিতে ৪৯ আসন এবং কংগ্রেসের ঝুলিতে ৩৫ আসন। ৯০ আসনের বিধানসভায় ৪৬ আসন পেলেই সরকার গঠন করা সম্ভব। ফলে বিরাট পরিবর্তন না হলে এবারও হরিয়ানা দখল করতে চলেছে বিজেপি। অলিম্পিয়ান কুস্তিগীর ভিনেশ ফোগটকে প্রার্থী করেও বাজিমাত করতে পারল না কংগ্রেস। ভিনেশ নিজেও হেরে যেতে পারেন।

সকালে কংগ্রেস দফতরে উৎসব

মঙ্গলবার সকাল আটটায় ভোটগণনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই অনেক এগিয়ে যায় কংগ্রেস। সেই সময় নয়াদিল্লির ২৪ আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে উৎসবের ছবি দেখা যায়। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর নামে জয়ধ্বনি উঠতে থাকে। লাড্ডু বিতরণও শুরু হয়ে যায়। রাহুলের ছবির উপর জিলিপি রেখে দেন অত্যুৎসাহী কংগ্রেস কর্মীরা। কিন্তু কিছুক্ষণ পরেই উৎসব থেমে যায়। কংগ্রেস সদর দফতর ফাঁকা হয়ে যায়। ততক্ষণে সবাই বুঝে গিয়েছেন, এবারও হরিয়ানায় সরকার গড়তে পারছে না কংগ্রেস।

কৃষক-বিক্ষোভ সামলে জয় বিজেপি-র

হরিয়ানায় এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র সবচেয়ে বড় চিন্তা ছিল কৃষকদের আন্দোলন। কিন্তু সেই আন্দোলন সামাল দিয়ে ভালো ফল করছে গেরুয়া শিবির। কীভাবে অসাধ্য সাধন হল, সে বিষয়ে কাটাছেঁড়া চলবে। আপাতত গেরুয়া শিবিরে উচ্ছ্বাস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Exit poll: হরিয়ানায় এগিয়ে কংগ্রেস, জম্মু ও কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষায় কঠিন লড়াইের সামনে বিজেপি

'রাহুলের কথায় খালিস্তানি জঙ্গিদের সুর' আমেরিকায় কংগ্রেস নেতার বক্তব্যকে তীব্র কটাক্ষ কেন্দ্রের

Vote:ভোটের দিন বদলের আর্জি বিজেপির, কংগ্রেস বলল আগেই হার স্বীকার