সংক্ষিপ্ত
মুম্বইতে ভয়ঙ্কর বৃষ্টিপাত! জলে টইটুম্বুর রাস্তাঘাট, চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ
মুম্বইতে ব্যপক বৃ্ষ্টিপাত। বৃষ্টিপাতের জেরে নাজেহাল জনজীবন। জল জমে গিয়েছে শহর ও শহরতলিতে। যানজটেরও সৃষ্টি হয়েছে। এখনই আবহাওয়ার উন্নতি হবে না বলেই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। এখনও পর্যন্ত মুম্বইয়ের আবহাওয়া উন্নতি হওয়ার কোনও খবর জানা যায়নি।
মুম্বইয়ে হসুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সারাদিন জুড়ে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। মুম্বইয়ের গান্ধি মার্কেট, দাদার, হিন্দমাতা, পারেল,আন্ধেরি সাবওয়ে-সহ বেশ কিছু নিচু এলাকায় জল জমে রয়েছে। ফলে এই অঞ্চলে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে।
তবে স্বাভাবিক রয়েছে রেল পরিষেবা। কিছু ট্রেন সামান্য দেরিতে চলছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের কোঙ্কন ও গোয়া অঞ্চলের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।