সংক্ষিপ্ত
- হায়দরাবাদ কাণ্ডের চার অভিযুক্তকে গণপিটুনি দিয়ে মারা হোক
- রাজ্যসভায় দাবি করেছিলেন জয়া বচ্চন
- শুক্রবার ভোরে এনরাউন্টারে মারা গিয়েছে অভিয়ুক্তরা
- এতে কী আদৌ খুশি জয়া বচ্চন
হায়দরাবাদের গণধর্ষণ ও হত্যার ঘটনা সসামনে আসার পর দল-মত নির্বিশেষে লোকসভায় সাংসদরা দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছিলেন। তার মধ্যে আলাদা করে নজর কেড়েছিল সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা বলিউড অভিনেত্রী জয়া বচ্চন-এর আবেগ প্রবণ বক্তৃতা। অপরাধীদের জনগণের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন অমিতাভ-জায়া। শুক্রবার পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে হায়দরাবাদ কাণ্ডের চার অভিযুক্তই। এরপর কী বলছেন জয়া বচ্চন?
এদিন সংসদে ঢোকার পথে সমাজবাদি পার্টির নেত্রী বলেছেন, 'ন্য়ায় বিচার আসতে দেরি হয়েছে। অনেকটাই দেরি হয়েছে। কিন্তু ন্য়ায় বিচারই হয়েছে।'
এর আগে গত সোমবার রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে জয়া বলেছিলেন, জনগণ এখন সরকারের উত্তর চায়। ন্যায়বিচার কি পাওয়া যাবে? নির্ভয়া মামলায় এখনও বিচার হয়নি। এই ধরণের লোককে (ধর্ষণের অভিযোগে অভিযুক্ত) জনসমক্ষে টেনে এনে গণপিটুনি দিয়ে হত্যা করা উচিত।'
বৃহস্পতিবার, দিশা কাণ্ডের বিচারের জন্য ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়। কিন্তু তারপরদিনই ভোররাতে চার অভিযুক্তকে শাদনগর থানার অন্তর্গত চাতানপাল্লি গ্রামে, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন তাঁরা। এরপরই পুলিশের একটি বন্দুক চুরি করে পালাতে যায় অভিযুক্তরা। পুলিশের গুলিতে চারজনই মারা যায়।