সংক্ষিপ্ত
- শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের সভা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
- একই দিনে পাকিস্তান বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে বলে দাবি করল আরএসএস
- আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের যুক্তি পাকিস্তান জুড়ে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন চলছে
- তার চাপেই ভেঙে গুঁড়িয়ে যাবে ইমরান খানের দেশ
কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে সভা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর এই দিনেই আরএসএস পক্ষ থেকে কড়া আক্রমণ করা হল পাকিস্তানকে। আরএসেস নেতা ইন্দ্রেশ কুমার সাফ জানালেন ১৯৪৭-এর আগে বিশ্বের মানচিত্রে পাকিস্তান ছিল না। আগামী দিনে ফের পাকিস্তান মুছে যাবে বিশ্বের মানচিত্র থেকে।
এদিন নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রেশ বলেন, পাকিস্তান জুড়ে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন চলছে। এই আন্দোলনের চাপেই পাকিস্তান ভেঙে গুঁড়িয়ে যাবে। আর লাহোরে ভারতীয়রা মহাত্মা গান্ধীর জন্মদিন থেকে শুরু করে হিন্দি দিবস পালন করবে।
নিজের বক্তব্যের যুক্তিতে তিনি আরও জানান, ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছিল। বর্তমানে পাকিস্তান আরও ৫-৬ টুকরো হওয়ার মুখে দাঁড়ডিয়ে আছে। পস্তুনিস্তান, বালুচিস্তান, সিন্ধ প্রদেশ সবাই পাকিস্তান থেকে ভেঙে বেরিয়ে যেতে চাইছে। যত দিন যাচ্ছে ততই দুর্বল হচ্ছে পাকিস্তান।