- Home
- India News
- EPFO এর গ্রাহক হলে সাবধান হয়ে যান, শূন্য হয়ে যেতে পারে আপনার PF এ সারা জীবনের জমানো টাকা
EPFO এর গ্রাহক হলে সাবধান হয়ে যান, শূন্য হয়ে যেতে পারে আপনার PF এ সারা জীবনের জমানো টাকা
- FB
- TW
- Linkdin
আপনি যদি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সদস্য হন বা এতে অ্যাকাউন্ট থাকে তবে খুব সাবধান।
কারণ আপনার এই অ্যাকাউন্টের উপর নজর পড়েছে প্রতারকদের।
তারা এরাব আপনার সারা জীবনের জমানো এই পুঁজি আত্মসাৎ করতে চায়।
তাই আগে থেকে সাবধান হয়ে যান। এই জালিয়াতি এড়াতে EPFO-তার কোটি কোটি গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করেছে।
সেই সঙ্গে জানিয়েছে আপনার তখ্য অজানা কারও সঙ্গে শেয়ার না করার জন্য।
এই বিষয়ে EPFO-তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পে়জে এই বিষয়ে পোস্ট করে লিখেছে।
Never share your UAN, password, OTP, or bank details with anyone. EPFO will never ask for this information. Protecting these details is essential to keeping your money secure.#EPFO #EPFOWithYou #HumHainNaa #EPF #PF #ईपीएफओ #ईपीएफ@mygovindia @PMOIndia @LabourMinistry… pic.twitter.com/MN1a4nYIFm
— EPFO (@socialepfo) January 5, 2025
সংস্থা লিখেছে যে, আপনার UAN, পাসওয়ার্ড, OTP, বা ব্যাঙ্কের বিবরণ অজানা কারও সঙ্গে শেয়ার করবেন না।
EPFO কখনই এই তথ্য তার গ্রাহকদের থেকে চাইবে না। আপনার অর্থ সুরক্ষিত রাখার জন্য এই বিবরণগুলি রক্ষা করা অপরিহার্য।
এগুলি কখনোই কোনও কারণে কারও সঙ্গে শেয়ার করবেন না।
EPFO-এর এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। প্রতারকদের এই ধরণের কাজ প্রতিনিয়তই বাড়ছে।
তাই সংস্থা তার গ্রাহকদের কষ্টের সঞ্চয় রক্ষা করতেই এই পোস্ট করেছে।
তাই কখনই নিজের প্রধান কোনও নথি কোনও অজানা ব্যক্তির সঙ্গে ভুলেও শেয়ার করবেন না।
আপনার অ্যাকাউন্টের নিরপত্তার দায়িত্ব খানিকটা আপনাকেও নিতে হবে।