সংক্ষিপ্ত
এল নিনোর প্রভাব থাকলেও চলতে বছর দেশে স্বাভাবিক বর্ষা হবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। তবে ঘাটতি থাকতে পারে মাত্র ৪ শতাংশ।
গত তিন বছর প্রয়োজনের তুলনায় বর্ষার বৃষ্টি অনেকটাই কম হয়েছে। তবে এবার উত্তর পশ্চিম অঞ্চল বাদে এল নিনোর প্রভাব থাকা সত্ত্বেও ভারতে মৌসুমী বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তিন বছর পরে স্বাভাবিক ছন্দে ফিরছে বর্ষা- তেমনই পূর্বাভাব হাওয়া অফিসের। তবে দক্ষিণ কর্ণাটক, উত্তর তামিলনাড়ু, রাজস্থান ও লাগাখের মত উপদ্বীপীয় অঞ্চলের কিছু পকেট বাদে গোটা দেশেই জুন মাসের বৃষ্টির কিছুটা ঘাটতি থাকবে।
হাওয়া আফিস জানিয়েছে, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের উষ্ণতা শুরু হয়েছে। এল নিনো ঘটনার বিকাশের ৯০ শতাংশ সম্ভাবনা ছিল। যা ভারতের বৃষ্টিপাতকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছিল। যাইহোক সেইসব বাধা কাটিয়ে এবার ভারতে স্বাভাবিক হবে বর্ষা। কারণ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মৌসুমী বায়ু স্বাভাবিকভাবেই বিকাশ পাবে। এল নিনোর প্রভাব উপেক্ষা করতে পারবে। হাওয়া অফিস বলেছে, এটি এল নিনো ও ইতিবাচক আইওডি বছর। উত্তর ও পশ্চিম ভারতের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।
তবে হাওয়া অফিস এখনও মনে করছে রাজস্থান-সহ উত্তর পশ্চিম ভারত-সহ দেশের বিভিন্ন এলাকায় স্বাভাবিক বর্ষা হবে। হরিয়ানা আর পঞ্জাব ভারতে শস্য়ভাণ্ডার হিসেবে পরিচিত। তাই কৃষকদের এখনই হতাশ হওয়ার কোনও কারণ নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের অনুমান চলতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৯৬ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। মাত্র ৪ শতাংশ ঘাটটি থাকছে- তেমন সমস্যার হতে না বলেও মনে করছে হাওয়া অফিস। আইএমডি আরও বলেছেন ভারতের বৃষ্টি নির্ভর অঞ্চলগুলিতে দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ৯৫-১০৬ শতাংশ বৃষ্টি স্বাভাবিক হিসেবে ধরা হয়। এই দেশে দীর্ঘ গড় বৃষ্টিপাতের হারও ৯৬ শতাংশ।
হাওয়া অফিস আরও জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অন্যান্যবারের তুলনায় এবার সাত দিন দেরিতে ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে প্রবেশ করছে। গত বছর কেরলে বর্ষা শুরু হয়েছিল ২৯ মে। কেরলে বর্ষা দেরিতে আসায় এই রাজ্যেও বর্ষার প্রবেশ কিছুটা দেরিতে হবে। কেরল থেকে এখানে বর্ষা আসতে সময় লাগে দিন সাতেক।
আরও পড়ুনঃ
বাংলার প্রতিনিধি শূন্য নীতি আয়োগের বৈঠক, রাজ্যের আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র- অভিযোগ চন্দ্রিমার
Watch New Parliament: চোখ ধাঁধানো নতুন সংসদ ভবনের ভিডিও, উদ্বোধনের আগেই ভাইরাল