সংক্ষিপ্ত

  • সমঝোতা এক্সপ্রেস বাতিল করল ভারত
  • আপাতত ট্রেন চলাচল বন্ধ থাকবে
  • আগেই সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছিল পাকিস্তান
  • পাকিস্তানের সিদ্ধান্তের জেরে ভারতীয় রেলের পদক্ষেপ

পাকিস্তানের পর এবার সমঝোতা এক্সপ্রেস বাতিল করে দিল ভারতও। রবিবারই এই ঘোষণা করে দিয়েছে রেল মন্ত্রক। 

কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে। তারই অঙ্গ হিসেবে ভারতের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। যদিও ভারতের দিক থেকে সমঝোতা এক্সপ্রেস এবং থর এক্সপ্রেসের মতো ট্রেন চালু রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। 

প্রতি রবিবার দিল্লি থেকে আটারি এবং ফিরতি পথে ট্রেন চালাত ভারত। উল্টো দিকে পাকিস্তান লাহোর এবং আটারির মধ্যে ট্রেন চালাত। 

এ দিন বিবৃতি জারি করে ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে, 'পাকিস্তান যেহেতু আটারি থেকে লাহোর পর্যন্ত চলাচলকারী ১৪৬০৭ এবং ১৪৬০৮ সমঝোতা এক্সপ্রেস বাতিল করেছে, তাই ওই ট্রেনের সংযোগকারী দিল্লি থেকে আটারির মধ্যে চলাচলকারী ১৪০০১ এবং ১৪০০২ ট্রেন দু'টিও বাতিল করা হচ্ছে।' রবিবারের ট্রেনে যাত্রা করার জন্য মাত্র দু' জন যাত্রী টিকিট বুক করেছিলেন।